নয়াদিল্লি: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে জল্পনা-কল্পনার অন্ত নেই। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কখনও চর্চা শোনা যায়, কখনও আবার তাঁর স্বাস্থ্য নিয়ে নানা দাবিদাওয়া সামনে আসে। পুতিনকে নিয়ে এবার মারাত্মক দাবি করে বসলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর দাবি, "পুতিন খুব শীঘ্রই মারা যাবেন।" তিনি একেবারে সত্য বলছেন বলেও দাবি করেন জেলেনস্কি। পুতিনের স্বাস্থ্যের অবস্থা নিয়ে উদ্বেগের মধ্যে জেলেনস্কির মন্তব্যে জল্পনা জোর পেয়েছে। রাশিয়ার তরফে এ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি এখনও পর্যন্ত। বরং পুতিন শীঘ্রই ভারত সফরে আসছেন বলে জানা গিয়েছে। (Vladimir Putin Health)

প্যারিসে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমন দাবি করেছেন জেলেনস্কি। তাঁকে বলতে শোনা যায়, "উনি (পুতিন) শীঘ্রই মারা যাবেন। এটা একেবারে সত্য এবং তাতেই যুদ্ধের সমাপ্তি ঘটবে।" গত তিন বছরেরও বেশি সময় ধরে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ চলছে, তার জন্য আমেরিকাকেও বার্তা দেন জেলেনস্কি। তাঁর মতে, রাশিয়ার উপর চাপসৃষ্টি করে যেতে হবে আমেরিকাকে। তাহলেই যুদ্ধের সমাপ্তি ঘটবে। (Volodymyr Zelenskyy)

জেলেনস্কির এই মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। পুতিনের স্বাস্থ্য় নিয়ে যখন নানা কথা কানে আসছে, সেই সময় তাঁর এই মন্তব্য নেহাত কটাক্ষ নয় বলে মনে করছেন অনেকেই। কারণ গত সপ্তাহেই একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম পুতিনের স্বাস্থ্য নিয়ে চাঞ্চল্যকর দাবি করে। বলা হয়, পুতিনের স্ট্রোক হয়েছে। পুতিন ক্যান্সারে আক্রান্ত, তাঁর পারকিনসন্স হয়েছে বলেও গত কয়েক বছর ধরেই শোনা যাচ্ছে।  যদিও পুতিন নিজে বা ক্রেমলিন এমন কোনও দাবি করেনি। 

এর আগে কিছু ভিডিও-ও সামনে আসে, যেখানে পুতিনকে একটানা কাশতে দেখা যায়। তাঁর হাত এবং পা-ও কার্যত কাঁপছিল বলে দাবি করা হয়। ২০২২ সালে রাশিয়ার তদানীন্তন প্রতিরক্ষা মন্ত্রী সেরগেই শোইগুর সঙ্গে একটি বৈঠকে পুতিনকে টেবিল ধরে বসে থাকতে দেখা যায়। শরীর দুর্বল হয়ে পড়াতেই পুতিন শক্ত হাতে চেয়ার ধরেছিলেন বলে দাবি শোনা যায় সেই সময়। 

এর আগে পুতিনের অসুস্থতার খবর খারিজ করে দেয় রাশিয়া। কিন্তু জেলেনস্কির মন্তব্যে ফের জোর পেতে শুরু করেছে জল্পনা। কারণ রাশিয়ার এবং ইউক্রেনের মধ্য়ে গত তিন বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চলছে। এতদিন আমেরিকা ইউক্রেনকে সবরকমের সহযোগিতা জুগিয়ে গেলেও, ডোনাল্ড ড্রাম্প ক্ষমতায় ফেরার পর পরিস্থিতি পাল্টে গিয়েছে। রাশিয়ার সঙ্গে সমঝোতা করতে জেলেনস্কির উপর কার্যত চাপ সৃষ্টি করছে ওয়াশিংটন। সম্প্রতি হোয়াইট হাউসে জেলেনস্কি এবং ট্রাম্পের মধ্য়ে বাদানুবাদ হলে, তার সাক্ষী হয় গোটা বিশ্ব। সেই আবহে পুতিনের মৃত্যুর কথা বলে জেলেনস্কি নতুন করে জল্পনা উস্কে দিলেন।