নয়াদিল্লি: যেসব গ্রাহকরা পিপিএফ অ্যাকাউন্টের এক্সটেনশন চাইছেন তাঁদের জন্য নিয়ম আরও সরল করল কেন্দ্র। লকডাউনের কথা মাথায় রেখে পিপিএফ অ্যাকাউন্ট এক্সটেন্ড করার জন্য আবেদনপত্র জমা নেওয়ার সময়সীমা বাড়িয়ে দিয়েছে তারা। যে সব পিপিএফ গ্রাহকের আবেদনের ডেডলাইন লকডাউনের সময় পড়েছিল, তাঁরা এখন রেজিস্টার্ড ইমেল আইডি থেকে এ মাসের ৩১ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট অপারেটিং এজেন্সি, যার মাধ্যমে আপনার পিপিএফ অ্যাকাউন্ট ব্যবহৃত হয়, সেখানে পিপিএফ এক্সটেনশন ফর্মের আসল কপি জমা দিতে পারবেন।
পিপিএফ অ্যাকাউন্ট ম্যাচিওর হয় ১৫ বছরে। এরপর ৫ বছরের ব্লকে ব্লকে আরও ১৫ বছর পর্যন্ত বাড়ানো যায়। টাকা রাখুন বা না রাখুন, অ্যাকাউন্ট কিন্তু সক্রিয় থাকবে। যদি অ্যাকাউন্ট হোল্ডার ম্যাচিওরিটির পরেও অ্যাকাউন্ট চালু রাখতে চান তবে তাঁকে ম্যাচিওরিটির ১ বছরের মধ্যে এইচ ফর্ম ভরতে হবে। কিন্তু পিপিএফ খাতায় জমা হওয়া নতুন ডিপোজিট ইনকাম ট্যাক্সের ৮০ সি ধারায় কাটা হবে না। যদি অ্যাকাউন্ট হোল্ডার তাঁর অ্যাকাউন্ট বন্ধ না করেন বা ফর্ম জমা না দেন, তবে ভবিষ্যতে আর টাকা রাখা যাবে না এই অ্যাকাউন্টে। তবে যে অর্থ আছে তার ওপর সুদ পাবেন।
এরই মধ্যে কেন্দ্রীয় সরকার আয়করের ৮০ সি ধারায় কর ছাড় পেতে পিপিএফে পয়সা জমা করার তারিখ ৩১ জুলাই পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। এখন পিপিএফে গোটা বছরে দেড়লাখ টাকা জমা করতে পারবেন। সুকন্যা সমৃদ্ধি যোজনায় অ্যাকাউন্ট খোলার নিয়মেও ছাড় দেওয়া হয়েছে।
পিপিএফে যাঁরা টাকা রাখেন, তাঁদের জন্য এই সব সুবিধে দিচ্ছে কেন্দ্র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Jul 2020 12:50 PM (IST)
এরই মধ্যে কেন্দ্রীয় সরকার আয়করের ৮০ সি ধারায় কর ছাড় পেতে পিপিএফে পয়সা জমা করার তারিখ ৩১ জুলাই পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। এখন পিপিএফে গোটা বছরে দেড়লাখ টাকা জমা করতে পারবেন। সুকন্যা সমৃদ্ধি যোজনায় অ্যাকাউন্ট খোলার নিয়মেও ছাড় দেওয়া হয়েছে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -