মুম্বই: এ তো শুধু একটু সময়, ঠিক কেটে যাবে। করোনা আবহে হাঁসফাঁস করা উদ্বিগ্ন, ক্লান্ত দেশকে উৎসাহ দিতে অল্পদিন আগে কবিতা পাঠ করেন অমিতাভ বচ্চন। বলেছিলেন, ইতিহাস সাক্ষী, এই সময় কেটে যাবে। বাঁচার যে প্রবল আকাঙ্খা, তাই আমাদের উত্তীর্ণ করতে সাহায্য করতে এই সঙ্কট। এবার বিগ বি করোনা পজিটিভ হওয়ায় তাঁর অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন এই ভিডিও।

টুইটারে ভিডিওটি শেয়ার করেন অমিতাভ। এতে অংশ নিয়েছেন রবীনা টন্ডন, সোনু নিগম, সানিয়া মির্জা, যুবরাজ সিংহ, শ্রেয়া ঘোষাল, শান প্রমুখ। দেখুন ভিডিওটি


নানাবতী হাসপাতালে অমিতাভের দায়িত্বে রয়েছেন আনসারি নামে এক চিকিৎসক। তিনি জানিয়েছেন, বর্ষীয়াণ অভিনেতার অবস্থা স্থিতিশীল, চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি।