তামিলনাড়র কুড্ডালোরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জাল শাখা খুলে বসেছিল এক ব্যক্তি। তিন মাস চলেওছে সেই শাখা। অবশেষে জানতে পেরে গতকাল তা বন্ধ করেছে পুলিশ।
এই ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে আছে এসবিআইয়ের এক প্রাক্তন কর্মীর ছেলে। বহু বছর ধরে ব্যাঙ্কে ঘুরে ঘুরে কাজকর্ম সব ঠোঁটস্থ করে ফেলেছিল সে। তবে এই শাখায় টাকা রেখে এখনও কেউ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে জানা যায়নি।
তিন অভিযুক্তের নাম কমল বাবু, এ কুমার ও এম মাণিকম। কমল বাবুর বয়স মোটে উনিশ, তার বাবা এসবিআইয়ে কাজ করতেন, মাও ব্যাঙ্কের চাকুরে ছিলেন, অবসর নিয়েছেন ২ বছর আগে। নানা কাজে অকাজে সে বাবা মায়ের ব্যাঙ্কে যেত, দেখে নিত, কাজকর্ম কীভাবে হয়। সেই অভিজ্ঞতার ভরসায় কুড্ডালোরের পানরুটি এলাকায় তারা খুলে বসে এসবিআইয়ের নকল শাখা। সেখানে কমল লকারের ব্যবস্থা করে, ব্যাঙ্কের কাজকর্মের জন্য নির্দিষ্ট সফটওয়্যার আপলোড করে, জোগাড় করে নকল সব নথিপত্র। কিন্তু পানরুটি এলাকায় তাঁদের ব্যাঙ্কের নকল শাখা চলছে জানতে পেরে এসবিআই কর্মীরা পুলিশে খবর দেন। পুলিশ এসে দেখে, আসল ব্যাঙ্কের কাজকর্ম হুবহু নকল করে কমল ও তার সাঙ্গোপাঙ্গোরা দিব্যি বেআইনি কারবার ফেঁদে বসেছে।
পুলিশ জানিয়েছে, কমলের বাবা মারা গিয়েছেন, ছোটবেলায় বহুবার বাবার ব্যাঙ্কে গিয়েছিল সে। বাবার মৃত্যুর পর সে ব্যাঙ্কে তাঁর চাকরিটি পেতে আবেদন করে কিন্তু তা নিয়ে দেরি হচ্ছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, এই জাল শাখায় টাকা রেখে কোনও গ্রাহক তাঁর টাকা খোওয়াননি। কমল পুলিশকে জানিয়েছে, তার লোক ঠকানোর কোনও মতলব ছিল না, সে শুধু নিজে নিজে একটা ব্যাঙ্ক খুলতে চেয়েছিল।
৩ অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৭৩, ৪৬৯, ৪৮৪ এবং ১০৯ ধারায় মামলা জারি করেছে পুলিশ।