লে: ভারতের সবচেয়ে বড় মাপের কোভিড-১৯ হাসপাতালটির নামকরণ হবে গালওয়ান উপত্যকায় নিহত বীর জওয়ানদের প্রতি সম্মান জানিয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লে উপত্যকায় গিয়ে সেনাবাহিনীর সঙ্গে বিশেষ বৈঠক করে আসার পর পরই ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)-এর তরফে এই ঘোষণাটি করা হয়েছে।

দক্ষিণ দিল্লিতে অবস্থিত সর্দার বল্লভভাই পটেল হাসপাতালের কোভিড কেয়ার ইউনিটটিই দেশের মধ্যে সবচেয়ে বড়। এখানে বেডের সংখ্যা ১০ হাজার। গত ১৫ জুন চীনা সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ২০ জওয়ানের প্রতি সম্মান জানিয়েই এই কোভিড হাসপাতালটির নামকরণ হবে। এমনটাই জানিয়েছেন ডিআরডিও-র চেয়ারম্যান। প্রকাণ্ড আকারের এই কোভিড হাসপাতালে কুড়িটি প্রমাণ মাপের ফুটবল মাঠ অনায়াসে ঢুকে যেতে পারে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ অনুরোধে ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ (আইটিবিপি)  হাসপাতালটি পরিচালনার কাজ করে। সহায়তা করে দিল্লি সরকার। আবার সেবা প্রতিষ্ঠান রাধাস্বামী বিয়াস-এর স্বেচ্ছাসেবকরাও কাজে হাত লাগান নিজেদের মতো করে।

কোভিড চিকিৎসার সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট হাসপাতালটির দুটি অংশ রয়েছে। একটি কোভিড কেয়ার সেন্টার, এখানে চিকিৎসা করা হয় সেইসব রোগীদের যাঁরা সংক্রমিত কিন্তু বাইরে থেকে সংক্রমণের লক্ষ্মণ বুঝতে পারা যাচ্ছে। হাসপাতালের অপর অংশটি হল ডেডিকেটেড কোভিড হেলথ কেয়ার। এখানে চিকিৎসা করা হয় মারাত্মকভাবে সংক্রমিত সঙ্কটজনক অবস্থায় থাকা কোভিড রোগীদের। প্রথমোক্ত বিভাগটির জন্য রয়েছে হাসপাতালের ৯০ শতাংশ বেড। বাকি ১০ শতাংশ আছে দ্বিতীয় বিভাগের জন্য। শেষোক্ত বিভাগটিতে সঙ্কটজনক রোগীদের রাখা হচ্ছে বলে সেখানে অক্সিজেন সাপোর্ট সিস্টেমের ব্যবস্থা রাখা হয়েছে।