Viral Video: সোফায় বসেছিলেন এক ব্যক্তি। উঠতে গিয়েই ঘটল সাংঘাতিক কাণ্ড। কোমরে গোঁজা বন্দুক থেকে আচমকাই ছুটে আসে গুলি। আর তারপরেই সব শেষ। পঞ্জাবের ফিরোজপুর জেলায় ঘটেছে এই কাণ্ড। মৃত ব্যক্তির নাম হরপিন্দর সিং। সোনু নামে পরিচিত এই ব্যক্তি একজন অনাবাসী ভারতীয় বলে জানা গিয়েছে। সম্প্রতি ধানি সুচা সিং গ্রামে বসবাস শুরু করেছিলেন তিনি। এই ব্যক্তির এ হেন আকস্মিক মৃত্যুতে স্বভাবতই চমকে গিয়েছেন সকলেই। 

Continues below advertisement

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভাইরাল হয়েছে একটি ভিডিও। আদতে সেটি একটি সিসিটিভি ফুটেজ। সেখানে দেখা গিয়েছে, সোফায় বসে এক আত্মীয়ের সঙ্গে কথা বলছিলেন সোনু। তারপর সোফা থেকে ওঠেন তিনি। আর ঠিক তখনই ঘটে বিপত্তি। কোমরে রাখা বন্দুক থেকে সটান গুলি লাগে পাকস্থলীতে। সোফা ছেড়ে ওঠার সময়েই হরপিন্দর ওরফে সোনুর কোমরে গোঁজা পিস্তল কোনওভাবে চালু হয়ে যায়। তারপরেই বেরিয়ে আসে গুলি। সোজা লাগে পাকস্থলীতে। 

সিসিটিভি- র যে ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে, সোফা থেকে ওঠার পরই পেটের কাছে হাত দেন হরপিন্দর। বুঝতে পারেন কিছু একটা হয়েছে। গুলি চলার আওয়াজ শুনে আশপাশ থেকে চলে আসেন কয়েকজন আত্মীয়ও। ধরাধরি করে সরিয়ে নিয়ে যাওয়া হয় আহত ব্যক্তিকে। বাড়ির সিসি ক্যামেরায় ধরা পড়েছে সবটাই।  

Continues below advertisement

আহত অবস্থায় প্রথম হরপিন্দরকে নিয়ে যাওয়া হয় একটি সরকারি হাসপাতালে। সেখান থেকে ওই ব্যক্তিকে অন্য হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকরা। এরপর চিকিৎসার জন্য ভাতিন্ডা নিয়ে যাওয়া হচ্ছিল তাঁকে। সেই সময়েই তাঁর মৃত্যু হয়েছে। প্রথমে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় হরপিন্দরের দেহ। পুলিশের তরফে হরপিন্দরের বাবা দর্শন সিং- এর বয়ান রেকর্ড করা হয়েছে বলে খবর। পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে মৃতের দেহ। 

 

সম্প্রতিই বিদেশ থেকে ফিরেছিলেন হরপিন্দর। করেছিলেন বিয়েও। ২ বছরের এক কন্যা সন্তান রয়েছে তাঁর। মঙ্গলবার হরপিন্দরের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। গ্রামবাসীদের অনেকেই এবং আম আদমি পার্টির তরফে শেষবারের মতো শ্রদ্ধা জানানো হয়েছে হরমিন্দরকে।