পার্থপ্রতিম ঘোষ, ওয়েনাড: কোথাও রাস্তার পুরোটাই গ্রাস করেছে নদী। কোথাও আবার কাদামাটির নীচে চাপা পড়েছে সবকিছু। বৃষ্টি-ধসের জেরে মৃত্যুপুরী ওয়েনাড। এখনও পর্যন্ত প্রবল বৃষ্টি ও ধসের কারণে ওয়েনাডে মৃত্যু হয়েছে ২২৮ জনের, মৃতদের মধ্য়ে রয়েছে শিশুও।  মৃত্যুর সংখ্যা আরও বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ এখনও ধসের নীচে চাপা পড়ে রয়েছেন অনেকে, এমনটাই আশঙ্কা। ওয়েনাডের (Wayanad Landslides) ঘটনায় আহতের সংখ্যা ইতিমধ্যেই ২০০ পেরিয়েছে। আজই ওয়েনাডে পৌঁছাচ্ছেন রাহুল গাঁধী, প্রিয়ঙ্কা গাঁধী। অমিত শা-কে চিঠি লিখে ওয়েনাডের ধসকে ভয়ঙ্কর বিপর্যয় চিহ্নিত করে ঘোষণার দাবি জানিয়েছেন কংগ্রেস সাংসদ শশী তারুর।


আপাতত উদ্ধারকাজেই মূল নজর:
উদ্ধারকাজ চালানোই আপাতত সেনাবাহিনী, বায়ুসেনা, NDRF-এর কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। মাটি কাটার মেশিন নিয়ে যেতে তৈরি হচ্ছে অস্থায়ী ব্রিজ। চিকিৎসার জন্য কলেজ ও চার্চগুলিতে অস্থায়ী হাসপাতাল তৈরি করা হয়েছে। ধসের জেরে মাটি চাপা পড়ে এমন অবস্থা হয়েছে যে সেখানে নেমে কিছু করতে গেলেই তলিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। সেই কারণেই মাটি কাটার মেশিন দিয়ে সরিয়ে প্রাণের খোঁজ চলছে।  


চড়ছে রাজনীতির পারদ:
ওয়েনাডে এমন প্রাকৃতিক বিপর্যয়ের মধ্য়েই চড়ছে রাজনীতির পারদ।  কেন্দ্রীয় সরকারের তরফে আগেই সতর্কবার্তা দেওয়া হয়েছিল। কেন ব্যবস্থা নেওয়া হল না? সংসদে প্রশ্ন তুলে পিনারাই সরকারকে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধু বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছিল, অন্য কিছু নয়, শাহের দাবি খারিজ করে পাল্টা বললেন পিনারাই বিজয়ন। 


কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন, 'নিখোঁজদের খোঁজে নদীতে উদ্ধারকাজ চলছে। যাঁদের উদ্ধার করা হয়েছে তাঁদের অস্থায়ী ক্যাম্পে নিয়ে রাখা হচ্ছে।' বর্ষার এমন প্রাকৃতিক দুর্যোগের পর অনেকসময়েই মহামারি দেখা যায়। তাই সেই সংক্রান্ত কোনওরকম বিপদ এড়ানোর চেষ্টা চলছে বলে জানান পিনারাই। তিনি বলেন, 'উচ্চ পর্যায়ের একটি মিটিং হয়েছে। সর্বদলীয় বৈঠকও হয়েছে। বিরোধী দলের নেতারা যোগ দিয়েছিলেন।' উদ্ধারকাজে সেনাবাহিনীর ভূমিকার অকুণ্ঠ প্রশংসা করেন কেরলের মুখ্যমন্ত্রী। 


 







আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: ১২০০ কোটির নয়া সংসদ ভবনে ছাদ চুঁইয়ে জল! লবিতে বসল বালতি