ONGC Jobs: অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন সংস্থায় চাকরির সুযোগ, জুনিয়র রিসার্চ ফেলো পদে হবে এই নিয়োগ। তবে খুব বেশি পদ খালি নেই এই সংস্থায়। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থা। কলকাতায় কোনও চাকরির সুযোগ (Recruitment News) নেই, এই পদে নির্বাচিত হলে কাজের পোস্টিং হবে দিল্লিতে। এমএসসি বা বি-টেক ডিগ্রি থাকলেই এই পদের জন্য (ONGC Jobs) আবেদন করা যাবে। তবে এখানে কোনও লিখিত পরীক্ষা ছাড়াই হবে এই নিয়োগ, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে। কতগুলি শূন্যপদ, কী যোগ্যতা লাগবে জেনে নিন এক নজরে।
কত শূন্যপদ
অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন সংস্থায় জুনিয়র প্রজেক্ট ফেলো পদে মাত্র ২ জন লোক নেওয়া হবে। ওএনজিসির এনার্জি সেন্টারেই করা হবে এই নিয়োগ।
বেতন কত হবে
ওএনজিসি সংস্থায় এই জুনিয়র প্রজেক্ট ফেলো পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থী নির্বাচিত হলে অয়েল অ্যান্ড গ্যাস কর্পোরেশনের পক্ষ থেকে মাসিক ৪৮,২৬০ টাকা বেতন পাবেন।
কী যোগ্যতা লাগবে
ওএনজিসির এনার্জি সেন্টারে চাকরি পেতে হলে রসায়নে স্নাতকোত্তর অথবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি-টেক ডিগ্রি থাকতে হবে।
কাজের মেয়াদ
তবে ওএনজিসি সংস্থায় এটি কোনও স্থায়ী সরকারি চাকরি নয়। চুক্তির ভিত্তিতে হবে এই নিয়োগ। প্রাথমিকভাবে এক বছরের জন্য চুক্তিতে নিয়োগ করা হবে। তবে সংস্থার প্রয়োজনে এবং প্রার্থীর কাজের দক্ষতা অনুযায়ী এই মেয়াদ বাড়তে পারে। তবে সর্বোচ্চ ৪ বছর পর্যন্ত বাড়তে পারে এই কাজের মেয়াদ। তবে নয়াদিল্লিতেই হবে কাজের পোস্টিং।
কীভাবে হবে প্রার্থী নির্বাচন
প্রথমে আবেদনপত্র যাচাই করে ইন্টারভিউতে ডাকা হবে প্রার্থীদের। এই ইন্টারভিউতে নির্বাচিত হলেই চাকরি নিশ্চিত হবে।
আগামী ১৬ অগাস্টের মধ্যে ওএনজিসির ওয়েবসাইট থেকে অনলাইনে এই পদের জন্য আবেদন করে ফেলতে হবে।
বায়ুসেনায় যোগ দেওয়ার ইচ্ছে থাকলে অগ্নিবীর নিয়োগের জন্য আপনি আবেদন করতে পারেন। সময়সীমা বাড়ানো হয়েছে সম্প্রতি। ৪ অগাস্ট পর্যন্ত আছে সময়। agnipathvayu.cdac.in এই ওয়েবসাইট থেকে সহজেই আপনি আবেদন করতে পারবেন। ১৮ অক্টোবর ২০২৪ তারিখে এই অগ্নিবীর নিয়োগের নির্বাচনী পরীক্ষা হবে সারা দেশে। তবে আবেদনের জন্য প্রার্থীর বয়স কখনও ২১ বছরের বেশি হওয়া যাবে না।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন; CTET 2024: কেন্দ্রীয় টেটের ফলাফল প্রকাশ্যে, স্কোরকার্ডে নিজের র্যাঙ্ক দেখবেন কীভাবে ?
Education Loan Information:
Calculate Education Loan EMI