কলকাতা : বিধানসভায় নজিরবিহীন ঘটনা। বাজেট অধিবেশনের শুরুতেই তুমুল হট্টগোল। রাজ্যপাল ভাষণ শুরু করার পর বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। ওয়েলে নেমে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান তাঁরা। এর জেরে ৪ মিনিটেই ভাষণ শেষ করে দেন রাজ্যপাল।


আজ শুরু হয় বিধানসভার বাজেট অধিবেশন। প্রথামাফিক রাজ্যপাল কি রাজ্য সরকারের লিখে দেওয়া ভাষণ পাঠ করবেন ? নাকি ভাষণের কোনও বিশেষ অংশ বাদ দেবেন ? এই নিয়ে জল্পনা চলছিলই। এই আবহেই আজ বিধানসভায় আসেন রাজ্যপাল। দুপুর ১ টা ৪৮ মিনিট নাগাদ তিনি বিধানসভায় পৌঁছান। তার পর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন। নিয়মমতো রাজ্যপালকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। 


নিয়ম অনুযায়ী রাজ্য সরকারের বক্তব্য পাঠ করতে শুরু করেন রাজ্যপাল। যে মুহূর্তে তিনি বক্তব্য পাঠ করতে শুরু করেন, সেই মুহূর্তে বিক্ষোভে ফেটে পড়ে বিরোধী শিবির। স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়করা। তাঁদের বক্তব্য, ভাষণে যে বক্তব্য রয়েছে তাতে নির্বাচন পরবর্তী হিংসার কোনও উল্লেখ নেই। এমনকী যেসব বিষয় উল্লেখ করা হয়েছে, সেসব নিয়েও তাঁরা আপত্তি জানান। জ্বলন্ত সমস্যার দিকে আলোতপাত করা হয়নি বলে তাঁদের অভিযোগ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, গোটা ভাষণের মধ্যে কোথাও যদি রাজনৈতিক হিংসার বিষয়ে একটি পরিচ্ছেদও উল্লেখ থাকত বা রাজ্য সরকারের তরফে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হত তাহলে তাঁরা দায়িত্বশীল বিরোধীর ভূমিকা পালন করতেন। কিন্তু, তারা সেটা করেনি। ফলে, বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। ওয়েলে নেমে বিক্ষোভ দেখান তাঁরা।


এই পরিস্থিতিতে ৪ মিনিটের মাথায় বক্তব্য থামিয়ে দিতে বাধ্য হন রাজ্যপাল । দুপুর ২ টো থেকে ২টো ৪ মিনিট পর্যন্ত ভাষণ দেন তিনি। ভাষণের বাকি অংশটুকু না পড়েই বাজেট যাতে অনুমোদন হয়, সেই অনুরোধ করে তিনি বিধানসভা থেকে বেরিয়ে আসেন। এ ঘটনা নজিরবিহীন বলে মত ওয়াকিবহাল মহলের।