নামখানা:
নামখানা: বিজেপিতে যোগ দিলেন অভিনেতা হিরণ চট্টোপাধ্য়ায়। এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দেন তিনি। গঙ্গাসাগর থেকে কপ্টারে নামখানা যান অমিত শাহ। সেখানে পরিবর্তন যাত্রার সূচনা ও সভা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেই সভাতেই বিজেপিতে যোগ দেন অভিনেতা হিরণ।
যশ দাশগুপ্তের পর এবার হিরণ চট্টোপাধ্য়ায়। গতকালই দুই তারকা সহ টালিগঞ্জের একঝাঁক তারকার বিজেপিতে যোগ নিয়ে জল্পনা শুরু হয়। বুধবার জানা যায়, তৃণমূল ছাড়ছেন হিরণ। বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকের কথা স্বীকার করলেন অভিনেতা। বললেন কিছু ফরম্যালিটিজ বাকি। সেই সব পাট চুকিয়ে এদিন বিজেপিতে যোগ দিলেন টালিগঞ্জের আরেক অভিনেতা। এদিন বিজেপিতে যোগ দিলেও এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি হিরণের।
প্রসঙ্গত, বঙ্গ সফরে এসে বালিগঞ্জে ভারত সেবাশ্রম সঙ্ঘে বেশ কিছুক্ষণ সময় কাটালেন অমিত শাহ। স্বামী প্রণবানন্দকে আরতি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দেশ গঠনে ভারত সেবাশ্রমের অবদানের কথা তুলে ধরলেন শাহ। এরপর যান গঙ্গাসাগরে যান তিনি। সেখানে গিয়ে সাগরে কপিলমুনির আশ্রমে গিয়ে পুজো দিলেন।
উল্লেখ্য, গতকাল বিজেপিতে যোগ দিয়েই যশের মুখে বদলের কথা শোনা যায়। তিনি বলেন 'সিস্টেমের মধ্যে থেকেই বদল করতে হবে।' তিনি আরও বলেন, 'আমি এখনও মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান করি। আমি এখনও নিজেকে ওনার ভাই বলি।' নুসরতের সঙ্গে এবিষয়ে কথা হয়েছে কিনা সেটা নিয়েও মুখ খোলেন যশ। বলেন, 'নুসরত আমার বন্ধু। আমাদের বন্ধুত্ব জীবিকার সূত্রে। আমাদের পেশা অভিনয়। নুসরত তাঁর মতাদর্শে তৃণমূলে রয়েছে আমি আমার মতাদর্শে বিজেপিতে। আমার আরেক বন্ধু মিমিও তৃণমূলে রয়েছেন। কিন্তু আমরা আবার একসঙ্গে কাজ করব। রাজনীতির রঙ এখানেই থাক। টলিউডে রাজনীতির রঙ না লাগানোই ভালো।' প্রথমে আজকের যোগদান নিয়ে কোনও মন্তব্য করেন নি যশ। একেবারে মঞ্চে এসে চমকে দিলেন তিনি।