সোনারপুর : ভোট মিটতেই সোনারপুরে রাজনৈতিক হিংসার বলি এক বিজেপি কর্মী। ঘটনাটি ঘটেছে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত প্রতাপনগর অঞ্চলের মেটিয়ারিতে। দুই দলের সংঘর্ষে মৃত্যু হয়েছে হারান অধিকারী নামে এক বিজেপি কর্মীর। এ ছাড়াও গুরুতর আহত হয়েছেন টুসী অধিকারী, রেখা অধিকারী, রাজু অধিকারী, পরান অধিকারী ও বাসু অধিকারী। এই ৫ বিজেপি সমর্থককে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


স্থানীয় সূত্রে খবর, গতকাল বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন দুপুর থেকেই এলাকায় বোমাবাজি শুরু হয়। এরপরই সন্ধেবেলা নাগাদ একদল তৃণমূল কর্মী বিজেপির পতাকা ছিঁড়ে দেয় বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদ করলে বিজেপির এক মহিলা সমর্থককে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে তখনই পাড়ার অন্য ছেলেরা এগিয়ে এসেছিলেন। অভিযোগ, এরপর তাঁদের উপরও লাঠি, রড ও ধারালো অস্ত্র নিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। ঘটনায় জখম হন হারান। তাঁকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় সোনারপুর থানার পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। 


এই ঘটনায় দলীয় কর্মীদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা পার্থ গঙ্গোপাধ্যায়। তাঁর বক্তব্য, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নন। কেউ জড়িত থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। পাশাপাশি বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এলাকায় শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন। ঘটনা খতিয়ে দেখারও আশ্বাস দিয়েছেন তিনি।


উল্লেখ্য, সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হন অভিনেত্রী লাভলি মৈত্র। তিনি জয়ী হয়েছেন। সোনারপুর দক্ষিণ বিধানসভায় এবারের এই আসনে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছিল অঞ্জনা বসুকে। অন্যদিকে, সংযুক্তা মোর্চার তরফে এই কেন্দ্রে দাঁড়িয়েছিলেন সিপিআইয়ের শুভম বন্দ্যোপাধ্যায়।