নয়াদিল্লি: ২০২১ এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে সমঝোতা অনুমোদন করল কংগ্রেস হাইকম্যান্ড। কংগ্রেস রাজ্য সভাপতি অধীর চৌধুরী আনুষ্ঠানিকভাবে বাম-কংগ্রেস বোঝাপড়া চূড়ান্ত হওয়ার কথা ঘোষণা করেন। ২০১৬-র বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও বামেরা জোট বেঁধে লড়ে ২৯৪টির মধ্যে ৭৬টি আসনে জেতে। দুজনে মিলে প্রায় ৩৮ শতাংশ ভোট পায়। বামেরা এককভাবে মাত্র ৩২টি আসনে জেতে। তাদের ভোট শতাংশ ছিল ২৬ শতাংশ। কংগ্রেস পায় ৪৪টি আসন, মাত্র ১২ শতাংশ ভোট। গত ৫ বছরে ক্রমশঃ শক্তি ক্ষয় হয়েছে বাম, কংগ্রেসের। তৃণমূলের বিরোধী হিসাবে পরিসর দখল করেছে বিজেপি। এই প্রেক্ষাপটে কার্যত অস্তিত্বের সঙ্কটে পড়েই ফের হাত মেলাতে চলেছে বাম, কংগ্রেস। হাইকম্যান্ড তাতে সিলমোহর দিয়েছে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা অধীর চৌধুরি। বলেছেন, কংগ্রেস আবার বামেদের সঙ্গে জোট করে তৃণমূলের শাসনের বিরুদ্ধে লড়ার সিদ্ধান্ত নিয়েছে। গত অক্টোবরেই সিপিএম কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নিয়েছিল, রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল ও আগ্রাসী মেজাজে বাড়তে থাকা বিজেপিকে রুখতে কংগ্রেসের সঙ্গে নির্বাচনী বোঝাপড়া করবে বামেরা। গত নভেম্বরে অধীর ও অন্য রাজ্য নেতাদের সঙ্গে রাহুল গাঁধীর অনলাইন বৈঠকের পর কয়েকটি সূত্র জানিয়েছিল, কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গাঁধী সবুজ সঙ্কেত দেওয়ার পর কংগ্রেস বামেদের সঙ্গে আসন সমঝোতা নিয়ে কথাবার্তা শুরু করবে। ২০১৯ এর লোকসভা নির্বাচনের আগে অবশ্য বাম, কংগ্রেস আসন বোঝাপড়া মসৃণ তো হয়ইনি, উল্টে শেষ পর্যন্ত তা ভেস্তেই যায়। দুপক্ষ বোঝাপড়ায় পৌঁছতে পারেননি। যদিও উত্তরবঙ্গে বাছাই করা কয়েকটি কেন্দ্রে ভোট একজোট হওয়ার ফায়দা পায় কংগ্রেস।তারা ভাল সংখ্যক আসন পায়। গত লোকসভা ভোটে একটিও আসন জোটেনি বামেদের। কংগ্রেস মাত্র ২টি আসনে জেতে। ৩৯টিতে বামেদের জামানত জব্দ হয়। কংগ্রেসের ৩৮টি আসনে জামানত নষ্ট হয়। বিজেপি চমকপ্রদ সাফল্য দেখিয়ে ১৮টি আসনে জেতে, তৃণমূল পায় ২২টি আসন। গত মাসের বৈঠকে প্রদেশ কংগ্রেস নেতারা একসুরে বামেদের সঙ্গে জোটের পক্ষে সওয়াল করেন। কিন্তু বিহারের ভোটে কংগ্রেস ধাক্কা খাওয়ার ফলে সেই আলোচনা বেশিদূর এগতে পারেনি। সূত্রের খবর, বাংলায় কংগ্রেসের ভোট শেয়ারক ২০১৯ এ কমে মাত্র ৬.২৯ শতাংশ হওয়া নিয়ে প্রবল উদ্বেগ জানিয়েছে হাইকম্যান্ড। বিজেপি ও তৃণমূল যথাক্রমে ৪০, ৪৩ শতাংশ ভোট পায়।