ব্যারাকপুর : ষষ্ঠ দফার ভোট ঘিরে সকাল থেকে ব্যারাকপুরের বিভিন্ন এলাকা উত্তপ্ত। কোথাও তৃণমূল-বিজেপি সংঘর্ষে জড়াল। কোথাও প্রার্থীকে ঘিরে উঠল গো ব্যাক স্লোগান। এর পাশাপাশি বিজেপির ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ব্যারাকপুরের নতুনপাড়ায় তৃণমূলের বিরুদ্ধে বিজেপির ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে।


ব্যারাকপুরের বিজেপি প্রার্থী চন্দ্রমণি শুক্লার অভিযোগ, এই এলাকাটি প্রশাসক বা প্রাক্তন চেয়ারম্যান উত্তম দাসের ওয়ার্ড। তাঁর প্রশ্রয়েই এই ঘটনা ঘটেছে। এনিয়ে তাঁরা ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন।


ক্যাম্পে অফিসে থাকা বিজেপির সদস্যরা বলেন, সকালে এসে দেখি সব ছত্রখান অবস্থায় পড়ে আছে। যদিও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূল প্রার্থী বলেন, কোথাও কোনও গন্ডগোলের অভিযোগ নেই। 


প্রসঙ্গত, ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রয়েছেন চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী। প্রথমবার ভোটে লড়ছেন তিনি। সেই উচ্ছ্বাসে সকাল থেকেই বেরিয়ে পড়েন বিভিন্ন বুথে নজরদারি চালাতে। অন্যদিকে বিজেপির প্রার্থী রয়েছেন মণীশ শুক্লার বাবা চন্দ্রমণি শুক্লা। ছেলের খুনিদের শাস্তি দিতেই তাঁর রাজনীতিতে আসা বলে ভোটের আগেই জানিয়েছিলেন চন্দ্রমণিবাবু।


ষষ্ঠ দফার ভোটপর্বের শুরুতেই ব্যারাকপুরের বিভিন্ন জায়গায় অশান্তির খবর সামনে আসছে। লালকুঠিতে রাজ চক্রবর্তীকে ঘিরে ‘গোব্যাক’ স্লোগান দেন বিজেপি কর্মীরা। লালকুঠির ১ এবং ২ নম্বর বুথের ঘটনা। বিজেপি কর্মীদের অভিযোগ, কেন তৃণমূল প্রার্থী বুথের ভিতরে প্রবেশ করবেন। তিনি বহিরাগতদের নিয়ে এসে এলাকায় উত্তেজনা ছড়াচ্ছেন বলে অবিযোগ ওঠে। যদিও এনিয়ে তৃণমূল প্রার্থীর প্রতিক্রিয়া এখনও মেলেনি।


অন্যদিকে ব্যারাকপুরের শাঁখারিপাড়ায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তা নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল ক্যাম্প অফিস থেকেই উত্তেজনা ছড়ায় বলে অভিযোগ। 


আজ উত্তর ২৪ পরগনার ১৭টি আসনে ভোটগ্রহণ। এই কেন্দ্রগুলি হল- বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, স্বরূপনগর, বাদুরিয়া, হাবরা, অশোকনগর, আমডাঙা, বিজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, ব্যারাকপুর, খড়দা, দমদম উত্তর।