নয়াদিল্লি: রাজ্যের মুখ্যসচিব, DG-সহ পাঁচ আমলার হাজিরা নিয়ে লোকসভার সচিবালয়ের নোটিসে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। রাজ্যের মুখ্যসচিব বি পি গোপালিকার আবেদনের ভিত্তিতে এই স্থগিতাদেশ। চার সপ্তাহ পর সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।


 লোকসভার সচিবালয়ের নোটিসে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের


রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগের ভিত্তিতে রাজ্যের মুখ্যসচিব , ডিজি রাজীবকুমার সহ ৫ আধিকারিককে তলব করে প্রিভিলেজ কমিটি।  এর প্রেক্ষিতে আবেদন করেন রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকা। মূলত সরস্বতী পুজোর দিন সন্দেশখালি যাওয়ার উদ্যোগ নেন সুকান্ত মজুমদার। এদিকে সেই সময় তাঁকে বাধা দেয় পুলিশ। এরপরেই পুলিশের গাড়ির বনেটে উঠে পড়তে দেখা যায় সুকান্তকে। এরপরেই আচমকা জ্ঞান হারিয়ে ফেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এবং এই ঘটনার প্রেক্ষিতে অভিযোগ জানান তিনি। সুকান্তের অভিযোগের ভিত্তিতেই নোটিশ পাঠায় প্রিভিলেজ কমিটি। 


ঠিক কী হয়েছিল ?


রাজ্যের আইনজীবী কপিল সিব্বল সওয়াল করেন, সন্দেশখালিতে ওই সময় ১৪৪ ধারা জারি ছিল। সুকান্ত মজুমদার রাজনৈতিক কর্মসূচিতে গিয়েছিলেন। তিনি ওই এলাকার সাংসদও নন। তিনি অন্য এলাকায় গিয়ে আইন শৃঙখলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারেন না, সেই কারণেই পুলিশ সুকান্ত মজুমদারকে আটকেছে। পাশাপাশি, রাজ্যের সওয়াল, লোকসভার স্পিকারের কাছে ঘটনার বিবরণ সঠিক দেননি সুকান্ত। ওই দিন গাড়ির ওপর ধাক্কাধাক্কি করছিলেন বিজেপি কর্মীরা। তার মাঝেই পড়ে যান সুকান্ত মজুমদার।


কী কারণে নোটিশ পাঠিয়েছিল প্রিভিলেজ কমিটি ?


১৪ ফেব্রুয়ারি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে সন্দেশখালি যেতে বাধা দেয় পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে টাকিতে তুলকালাম হয়। লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়ে অভিযোগ করেন সুকান্ত মজুমদার। সুকান্তর অভিযোগের ভিত্তিতে রাজ্যের মুখ্যসচিব বি পি গোপালিকা, রাজ্য পুলিশের DG রাজীব কুমার, উত্তর ২৪ পরগনার জেলাশাসক, বসিরহাট পুলিশ জেলার সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারকে তলব করে লোকসভার স্বাধিকার রক্ষা কমিটি।  


আরও পড়ুন, 'সন্দেশখালির নির্যাতিতারা নির্ভয়ে কথা বলুক..', রাজ্যে এসেই মমতাকে নিশানা রেখা শর্মার


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)