প্রকাশিত হল মাধ্যমিক রিভিউ-স্ক্রুটিনির ফল, চোখ রাখুন এবিপি আনন্দের ওয়েবসাইটে

দুপুর ১টা থেকে নজর রাখুন wb10.abplive.com-এ।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 21 Oct 2020 03:04 PM
মাধ্যমিকের রিভিউ ও স্ক্রুটিনির ফলপ্রকাশ। ফলপ্রকাশের জেরে বদলে গেল মাধ্যমিকের মেধাতালিকা। মেধাতালিকার প্রথম দশে ছিল ৮৪ জন, হল ৯১। রিভিউয়ে প্রায় ২৩% আবেদনকারীর নম্বর বাড়ল। স্ক্রুটিনিতে প্রায় ২৪% আবেদনকারীর নম্বর বাড়ল।
এছাড়া নজর রাখুন www.exametc.com , http://wb10.abplive.com , www.results.amarujala.com ,www.IndiaResults.com , www.results.shiksha , www.results.shiksha (Mobile Application) সাইটগুলিতে।

প্রেক্ষাপট

WBBSE PPR/PPS Results: আজ মাধ্যমিকের রিভিউ-স্ক্রুটিনির ফলপ্রকাশ। দুপুর ১টা থেকে নজর রাখুন wb10.abplive.com-এ। পরীক্ষার্থীর রোল নম্বর, জন্মতারিখ দিলেই জানা যাবে রেজাল্ট।

আজ প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের পোস্ট পাবলিকেশন রিভিউ (পিপিআর) ও পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনির (পিপিএস) ফল। পিপিআর ও পিপিএসের ফলের বিষয়ে জানার জন্য চোখ রাখুন এবিপি আনন্দের ওয়েবসাইটে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ব্যবস্থাপনায় এ বছরের মাধ্যমিক পরীক্ষা হয় ১৮ ফেব্রুয়ারি, ২০২০ থেকে ২৭ ফেব্রুয়ারি, ২০২০ পর্যন্ত। এ বছর লকডাউনের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশে বিলম্ব হয়।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.