কলকাতা : ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ২০২১-এর সম্ভাব্য উত্তর প্রকাশ হবে আগামীকাল, ২১ জুলাই। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে উত্তর প্রকাশ করবে দ্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড(WBJEEB)। একবার এই উত্তরপত্র প্রকাশিত হলে, অনলাইনে wbjeeb.nic.in-এ গিয়ে পরীক্ষার্থীরা তাদের উত্তর চেক করতে পারবে। এই মর্মে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, ওয়েবসাইটে ঢোকার পর কোনও উত্তর নিয়ে যদি পরীক্ষার্থীদের আপত্তি থাকে তাহলে তারা তা বৃহস্পতিবার ২২ জুলাই বা তার আগে জানাতে পারে। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওএমআর এর ছবি এবং প্রার্থীদের উত্তর অগাস্টের প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে। এনিয়ে ছাত্ররা চ্যালেঞ্জ জানাতে চাইলে দুই দিন সময় পাওয়া যাবে।
কীভাবে উত্তর চেক করবেন ?
- wbjeeb.nic.in-এ অফিসিয়াল ওয়েবসাইটে যান
- হোম পেজে গিয়ে WBJEE Answer Key 2021 দেখার জন্য লিঙ্কে ক্লিক করুন
- স্ক্রিনে একটি নতুন পেজ খুলে যাবে
- এরপর ক্রেডেনশিয়াল দিয়ে লগইন করুন
- পিডিএফ ফরম্যাটে খুলে যাবে WBJEE Answer Key 2021
- WBJEE Answer Key 2021 ডাউনলোড করে নিন এবং ভবিষ্যতে ব্যবহারের জন্য এর প্রিন্টআউট বের করে নিন।
প্রসঙ্গত, গত ১৭ জুলাই রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়। করোনাকালে প্রথম পরীক্ষাকেন্দ্রে হাজির থেকে পরীক্ষা দেয় ৯২ হাজারের বেশি পরীক্ষার্থী। করোনা আবহে স্কুল, কলেজ থেকে ইউনিভার্সিটি, সবই দীর্ঘদিন ধরে বন্ধ। বাতিল হয়েছিল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হচ্ছে অনলাইনে। এই প্রেক্ষাপটে করোনাকালে রাজ্যে প্রথম সশরীরে হাজির থেকে পরীক্ষা হয় শনিবার। এবছর মোট জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীর সংখ্যা ৯২ হাজার ৬৯৫। তার মধ্যে রাজ্যের পরীক্ষার্থী ৬০ হাজার ১০৫ জন। অসম, ত্রিপুরা, ঝাড়খণ্ড-সহ ভিনরাজ্যের পরীক্ষার্থী ৩২ হাজারের বেশি। ২৭৪টি পরীক্ষা কেন্দ্র নির্দিষ্ট করা হয় পরীক্ষার জন্য। সেইমতো করোনা বিধি মেনে হয় পরীক্ষা।
ছাত্রদের উদ্দেশে পরামর্শ : এই সংক্রান্ত খবরের আপডেটের জন্য বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন।