বেঙ্গালুরু : বিজেপির মতো বড় ভাবনাচিন্তা করুক তাঁর দল। এমনটাই চান বর্ষীয়ান কংগ্রেস নেতা সলমন খুরশিদ। দলীয় সংগঠন ছোট ও দুর্বল হয়ে গিয়েছে, হারানো জমি ফেরানো যাবে না; এমন কোনও নিরাশাবাদী মতামত তিনি গ্রহণ করতে রাজি নন।
সোমবার এক সাক্ষাৎকারে সংবাদ সংস্থা PTI-কে তিনি বলেন, "বাংলা ও অসম থেকে আমি যেটা বুঝতে পারলাম যে, নিজেকে খুব ছোট ভাবা উচিত নয়। এমন ভাবা উচিত নয় যে কোনও নির্দিষ্ট রাজ্যে দল এত দুর্বল যে বড় কিছু করতে পারবে না। আমি মনে করি, যেখানে তাদের কোনও অস্তিত্ব ছিল না, সেখানে বিজেপি সেটাই(বড় ভাবনার কৌশল) করেছে।"
বর্ষীয়ান এই কংগ্রেস নেতার মতে, কংগ্রেসের নিরাশ হওয়া উচিত নয়। এটা ভাবা উচিত নয় যে, এমনভাবে জমি হারিয়ে গিয়েছে যে সেটা আর পুনরুদ্ধার করা সম্ভব নয়। দৃঢ় প্রতিজ্ঞা আর আত্মবিশ্বাসের সাহায্যে আমরা হারানো জমি পুনরুদ্ধার করতে পারব। এটাই আমাদের করা উচিত।
তবে খুরশিদ এই বিশ্লেষণের সঙ্গে সহমত যে, পশ্চিমবঙ্গে সম্প্রতি বিধানসভা নির্বাচনে কিছু কৌশলগত ভোটিং হয়েছে। যার জেরে কংগ্রেস এবং বামের "মুছে গিয়েছে"। তিনি বলেন, বাংলা এবং অসম উভয় জায়গাতেই কৌশলগত ভোটিং হয়েছে। এক্ষেত্রে ভবিষ্যতে কী করা উচিত তা ভেবে দেখতে হবে।
খুরশিদকে প্রশ্ন করা হয়, পশ্চিমবঙ্গে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে জোট নিয়ে তিনি কী ভাবছেন ? কারণ, এক্ষেত্রে দলের অনেক নেতাই ব্যর্থতার জন্য এই বিষয়টিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। এর পাশাপাশি অসমে AIUDF-এর সঙ্গে জোটের কারণে দলকে বড় মূল্য চোকাতে হয়েছে। এই প্রশ্নের উত্তরে খুরশিদ বলেন, "যখন কেউ ব্যর্থ হয়, তখন এই ধরনের ব্য্যাখ্যা দেওযা হয়। কিন্তু, সফল হলে অন্য ব্যাখ্যা সামনে আসে। তাই আমি মনে করি না, পরবর্তীকালের ব্যাখ্যা অতটাও বিচারবুদ্ধিপূর্ণ হয়। কিন্তু, আপনার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এবং আপনার সিদ্ধান্তের কতটা সারবত্তা ছিল তা বিশ্লেষণে এটা সাহায্য করে।"