বেজিং : ভারতের বাজারে ফোনের প্রবেশ নিয়ে নিশ্চয়তা নেই। তবে বিশ্ব বাজারে আসতে চলেছে Redmi Note 8। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ফোনের গোপন স্পেসিফিকেশন। টেক সাইটগুলির মতে, নতুন আদলে 'পুরোনো ফোন' আনতে চলেছে রেডমি।


ক'দিন আগেই বাজারে এসেছে রেডমি নোট ১০ সিরিজের আপগ্রেডেড ভ্যারিয়েন্ট। যদিও শোনো যাচ্ছে, এবার পিছনের দিকে হাঁটছে রেডমি। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। কিছু টেক সাইটের গোপন লিস্টিং বলছে, এবার নোট ৮ (২০২১) ভার্সন আনছে কোম্পানি। সার্টিফিকেশন সাইট ইইসি ও এফসিসি লিস্টিংয়ে দেখা গিয়েছে এই ফোনের গোপন স্পেসিফিকেশন। ট্যুইটারে এক্সডিএ ডেভেলপারস শাওমির নতুন মডেলের স্পেকশ প্রকাশ্যে এনেছে। সেখানে দাবি করা হয়েছে, এফসিসি লিস্টিংয়ে নতুন মডেলের এই ফোন আসছে শাওমির। যা আসলে Redmi Note 8 (2021)।


Redmi Note8-এর সম্ভাব্য স্পেকস


গোপন লিস্টিং বলছে, ফোনে স্ন্যাপড্রাগনের চিপসেটের বদলে মিডিয়াটেকের হিলিও জি-৮৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। মি ইউজার ইন্টারফেস ১২.৫ ছাড়াও ৪০০০ এমএএইচের ব্যাটারি দেওয়া হয়েছে ফোনে। সঙ্গে ২২.৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। বিলোবা কোড নেম দিয়ে ইইসি লিস্টিংয়ে এসেছে এই ফোন। তুরস্ক, ভারত, ইন্দোনেশিয়াতে এখনই আসছে না Redmi Note 8। তবে ইউরোপ ও রাশিয়ায় আত্মপ্রকাশ করতে পারে এই ফোন।


কেমন হবে ক্যামেরা ?


ফোনে থাকবে চারটে ক্যামেরা সেন্সর। যার প্রাইমারি সেন্সর ৪৮ মেগাপিক্সেলের। বাকি আল্ট্রা ওয়াইড ও ডেপথ সেন্সরের পাশাপাশি টেলি ম্যাক্রো লেন্স রয়েছে ফোনে। ফুল এইচডি ডিসপ্লের এই ফোনে রয়েছে ৬০ হার্টজের রিফ্রেশ রেট। তবে ১২০ হার্টজের রিফ্রেশ রেটও দেখা গিয়েছে লিস্টিংয়ে। মনে করা হচ্ছে, আরও কিছু ভ্যারিয়েন্ট আসতে পারে ফোনের। ওয়াটার ড্রপ নচ থাকবে ফোনে। ৪ জিবি RAM-এর সঙ্গে ৬৪ জিবি ও ১২৮ জিবির ভ্যারিয়েন্ট আসতে পারে রেডমি নোট ৮-এর। তবে এসবই ফোনের লিস্টিং থেকে পাওয়া গোপন তথ্য। ফোন সামনে এলেই জানা যাবে বিস্তারিত স্পেসিফিকেশন।