ভরা বৈশাখে দ্বিপ্রহরেই হতে পারে প্রবল দুর্যোগ। আকাশে কালো মেঘের ঘনঘটা। শনিবারও দক্ষিণবঙ্গের ৭ জেলায় কালবৈশাখির মতো পরিস্থিতি তৈরি হয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই দমকা ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান, এই ৭ জেলায় ঝড়ের পাশাপাশি কালবৈশাখী ও শিলাবৃষ্টিও হতে পারে। উত্তরবঙ্গেও মঙ্গলবার পর্যন্ত ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইতে পারে ঝোড়ো হাওয়া।
শনি ও রবি দক্ষিণ ও উত্তরবঙ্গে দুর্যোগের পরিস্থিতি তৈরি হতে পারে। শনিবার দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি। আগামীকাল রবিবার উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির প্রভাব বাড়বে। বজ্রবিদ্যুৎসহ দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। শিলা বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও থাকবে। সোমবারও মঙ্গলবার ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে রাজ্যে।
সিস্টেম কোথায় তৈরি হয়েছে ?
আবহাওয়া দফতর বলছে, বর্তমানে দক্ষিণ-পশ্চিম রাজস্থান এবং উত্তর পূর্ব রাজস্থানে ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত । অন্যদিকে পূর্ব-পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা রাজস্থান ও মধ্যপ্রদেশ সংলগ্ন ঘূনাবর্ত এলাকা থেকে উত্তর বাংলাদেশের ঘূর্ণাবর্ত এলাকা পর্যন্ত বিস্তৃত। মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের উপর দিয়ে এই অক্ষরেখা বিস্তৃত হয়েছে।। আরো একটি উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে পাঞ্জাব থেকে কেরল পর্যন্ত। এটি হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ কর্ণাটক এর ওপর দিয়ে বিস্তৃত।
আবহাওয়ার পূর্বাভাস - শনিবারের জন্য আলিপুর আবহাওয়া দফতর বলছে, শনিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইসঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান জেলাতে ঝড়ের গতিবেগ ৪০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে। এই সাত জেলার দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হবে। শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে। সূত্র - https://city.imd.gov.in/
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||