নয়া দিল্লি: সময় যত এগোচ্ছে ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে ঘূর্ণিঝড় (Cyclone) ‘বিপর্যয়’ (Biparjoy)। ভারতের দক্ষিণ-পশ্চিম ও পাকিস্তানের করাচি উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। ভারতের (India) আবহাওয়া বিভাগের বুলেটিনে জানানো হয়, অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে ‘বিপর্যয়’। যদিও আরব সাগরে তৈরি ঘূর্ণিঝড়টি ভারতে আঘাত হানার আশঙ্কা নেই বলে মনে করছে স্থানীয় আবহাওয়া বিভাগ।
শেষ আপডেট অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় ‘বিপর্যয়’ আরও শক্তি সঞ্চয় করে দুইদিনের মধ্যে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে। ঝড়টি মহারাষ্ট্রে আছড়ে পড়ার আশঙ্কা বৃহস্পতিবার জানানো হলেও পরদিন এই অবস্থান থেকে সরেছে। এই মুহূর্তে পূর্ব এবং মধ্য আরব সাগরে অবস্থান করছ এই ঘূর্ণিঝড়। গোয়া থেকে যার দূরত্ব ৮৪০ কিলোমিটার। অন্যদিকে মুম্বই থেকে এই ঘূর্ণিঝড় রয়েছে ৮৭০ কিলোমিটার দূরে। হাওয়া অফিসের সতর্কতায় এমনই জানানো হয়েছে।
এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে উঠবে। যার প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। ফলে যাঁরা সমুদ্রে রয়েছেন, তাঁরা যাতে যত শিগগিরই সম্ভব ফিরে আসেন, সে বিষয়েও বার বার সতর্ক করা হয় মৌসম ভবনের তরফে।
তবে ভারতের কেরল, কর্নাটক এবং লাক্ষাদ্বীপে সতর্কতা জারি হয়েছে। হলুদ অ্যালার্ট জারি করা হয়েছে তিরুঅনন্তপুরম, কোল্লাম, পাথানামথিট্টা, আলাপ্পুজহা, কোট্টায়াম, ইদ্দুকি এবং কোঝিকোড়ে।
এই ঘূর্ণিঝড়ের এমন নাম কেন?
দক্ষিণ পূর্ব আরব সাগরে সৃষ্টি হওয়া এই ঘূর্ণিঝড়ের নাম 'বিপর্যয়' রেখেছে বাংলাদেশ। বিশ্বের মৌসম সংস্থা সাধারণত বর্ণক্রম অনুযায়ী নাম রেখে থাকে। এই নাম দেয় সেই সংস্থায় সদস্য দেশের তরফেই দেওয়া হয়ে থাকে।
আরও পড়ুন, নিজের হাতে ৮ হাজার গাছকে সন্তানস্নেহে পালন, ১১২ বছরেও কীর্তি গড়ে চলেছেন ভারতের 'বৃক্ষ-মাতা'