কলকাতা: রবিবার পর্যন্ত রোদ ঝলমলে বসন্ত দিন। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকাল ও রাতের দিকে হালকা শীতের আমেজ থাকবে। জানাল আলিপুর আবহাওয়া দফতর।
তবে হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বেলা বাড়লে বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গে বেলার দিকেও থাকবে শীতের আমেজ। কলকাতায় আজ পরিষ্কার আকাশ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৩ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। উত্তর ও দক্ষিণবঙ্গে সকালে কুয়াশা পড়ছে। তবে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে, তারপর থেকে ক্রমশ ঊর্ধ্বমুখী হবে পারদ। ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা।
সকাল-রাতে হালকা ঠান্ডা, রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Feb 2020 08:32 AM (IST)
তবে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে, তারপর থেকে ক্রমশ ঊর্ধ্বমুখী হবে পারদ। ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -