কলকাতা: উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। তার জেরে রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি। জানানো হয়েছে ক্রমশ শক্তিশালী হবে এই নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।
আজ কমলা সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া ও পুরুলিয়ায়। অতিভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান ও বীরভূমে। এ ছাড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে আগামিকাল পর্যন্ত জারি হয়েছে লাল সতর্কতা।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটির ক্রমশ এগিয়ে যাবে বাংলাদেশের দিকে, যার জেরে সেখানেও প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এমনিতে সোমবার থেকেই নিম্নচাপের প্রভাব পড়া শুরু হয়ে গিয়েছে বঙ্গে, এ দিন সকাল থেকেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই ছিল মেঘাচ্ছন্ন পরিবেশ। সোমবার দুপুর থেকে শুরু হয়ে সন্ধে পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতে প্রবল বৃষ্টিপাত চলেছে। গতকাল বৃষ্টির পরিমাণ কিছু কম থাকলেও আজ থেকে কয়েকদিন বৃষ্টি যথেষ্ট পরিমাণে বাড়বে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
বর্ষা ব্যাটিং শুরু করেছে। তার উপর রয়েছে নিম্নচাপ। জোড়া ফলায় বৃষ্টি থেকে জেরবার বঙ্গবাসীর। পূর্বাভাস অনুযায়ী উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও নদিয়া জেলায় ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবারও ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে আগামী ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটানা বৃষ্টির প্রভাবে নদীর জলস্তর বাড়তে পারে বলেও সতর্কতা রয়েছে।