নয়াদিল্লি : দেশের অনেক জায়গাতেই গরম কার্যত সহ্যসীমা ছাড়িয়েছে। অসহ্য দাবদাহে নাজেহাল অবস্থা ভারতের বিস্তীর্ণ অংশের মানুষের। এই পরিস্থিতিতে দেশজুড়ে জরুরি অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সি জারির জন্য কেন্দ্রের কাছে আর্জি জানাল রাজস্থান হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, গত কয়েক সপ্তাহের তীব্র গরমে প্রায় একশো মানুষের প্রাণহানি হয়েছে। ভারত তাপপ্রবাহ সহ্য করছে। একাধিক শহরে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। 


গত কয়েকদিন ধরে অসহ্য গরমের মধ্যে দিয়ে চলছে রাজস্থানও। আদালতের বক্তব্য, 'গরম থেকে মানুষকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে প্রশাসন। তাপপ্রবাহের আকারে আবহাওয়ার এই চূড়ান্ত পরিস্থিতির কারণে, এই মাসে প্রায় একশো মানুষ মারা গেছে। আমাদের কোনও প্ল্যানেট B নেই, যেখানে আমরা স্থানান্তর হতে পারি। এখনই আমরা কোনও কড়া ব্যবস্থা না নিলে, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ফুটে উঠতে দেখার সুযোগ হারাব।' 


এই পর্যবেক্ষণের পাশাপাশি আদালত রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে, গরমে অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনায় মৃতের আত্মীয়কে ক্ষতিপূরণ দেওয়ার জন্য তহবিল তৈরি করতে। 


পশ্চিমবঙ্গে আবহাওয়ার আপডেট-


এদিকে কেরলে ঢুকে গেছে বর্ষা। কিছুদিনের মধ্যেই বাংলায় আগমনের অপেক্ষা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে শেষ দফার ভোটের দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভোটের ফল ঘোষণার দিনও বৃষ্টি হবে বলে পূর্বাভাস।


জুন মাসের প্রথম চারদিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার, কোথাও ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার হলুদ সতর্কতা রয়েছে। অন্যদিকে, শনিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি, এই ৫ জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবেই উত্তরবঙ্গে এই বৃষ্টি। এর মধ্যেই আশার খবর শুনিয়েছে আবহাওয়া দফতর। ১০ জুনের মধ্যে বাংলায় পা রাখতে চলেছে বর্ষা।


ওড়িশায় প্রাণহানি-


তীব্র গরমের থাবা ওড়িশাতেও (Extereme Heatwave in Odisha)। কমপক্ষে ১৪ জন হিটস্ট্রোকে মারা গেছেন বলে অনুমান করা হচ্ছে। ওড়িশার সুন্দরগড় জেলার ঘটনা। উপকূলীয় এই রাজ্যে গরমে নাজেহাল অবস্থান মানুষের। এই ১৪ জনের মধ্যে ১০ জনের রৌরকেল্লা সরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে বলে খবর। বাকি চার জন প্রাণ হারিয়েছেন সুন্দরগড় জেলা হাসপাতালে। হাসপাতালের চিকিৎসকরাই জানিয়েছেন, এই ১৪ জনের মৃত্যু সম্ভবত গরম-সংক্রান্ত অসুস্থতা বা হিটস্ট্রোকের জেরে হয়েছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।