কলকাতা: আর মাত্র কয়েকদিন। ৬ জুন কুয়েতের বিরুদ্ধে ভারতের জার্সি (Indian Football Team) গায়ে নিজের ১৫১তম তথা শেষ ম্যাচ খেলতে নামছেন সুনীল ছেত্রী। ভারতের জার্সি গায়ে শীত, গ্রীষ্ম, বর্ষা, যখনই মাঠে নেমেছেন, গোল এসেছে সুনীলের (Sunil Chhetri) পা থেকে। তাঁর অবসরে ভারতীয় ফুটবলে সবথেকে বড় প্রশ্ন হল যে ছেত্রীর পর কে? কিংবদন্তি ফরোয়ার্ডের জায়গা কে নেবেন? লালিয়ানজুয়ালা ছাঙতের (Lallianzuala Chhangte) কিন্তু ছেত্রীর জায়গা নিতে কোনও সমস্যা নেই। তবে তার জন্য অনেক কিছু তাঁর পক্ষে যাওয়া প্রয়োজন বলেই দাবি ছাঙতের।
সুনীলের অনুপস্থিতিতে ভারতের হয়ে গোল করার দায়িত্ব কার ঘাড়ে পড়বে, সেই নিয়ে আলোচনা শুরু হয় গিয়েছে। ২৬ বছর বয়সি ছাঙতের কিন্তু সেই দায়িত্ব পালন করতে কোনও সমস্যা নেই। তবে ব্লু টাইগার্সের নয় নম্বর হওয়ার জন্য আরও অনেক কিছুর প্রয়োজন হবে বলে জানান তিনি। ছাঙতে বলেন, 'বিষয়টা ছেত্রী ভাইয়ের জায়গা নেওয়ার নয়, জাতীয় দলের ক্ষেত্রে একসঙ্গে এগিয়ে চলাটা বেশি জরুরি। একজন খেলোয়াড়ের ওপর নির্ভরশীল হওয়া যায় না। আমি আশা করছি আমরা একসঙ্গে দলগতভাবে কাছে করব। এটা আমার বিশ্বাসও বটে। দল চাইলে আমি স্ট্রাইকারের ভূমিকায় মাঝখানে খেলতে তৈরি। তবে আমার উচ্চতার মতো আরও অনেক বিষয়বস্তু রয়েছে যেগুলি এই জিনিসটা নির্ধারণ করবে। আর দিনের শেষে এটা তো কোচের সিদ্ধান্ত। তবে ব্য়ক্তিগতভাবে আমি স্ট্রাইকারের ভূমিকায় খেলতে তৈরি।'
২০১৫ সালের সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজের আন্তর্জাতিক অভিষেক ঘটিয়েছিলেন ছাঙতে। আর অভিষেকেই জোড়া গোল। শুরুটা দুরন্তভাবেই হয়েছিল তাঁর। সেই ম্যাচের আগে ছেত্রীর দেওয়া পরামর্শ আজও অক্ষরে অক্ষরে মনে আছে ছাঙতের। সাত বছর আগের ঘটনার স্মৃতিচারণ করে তিনি বলেন, 'ভারতের হয়ে আমার প্রথম ম্যাচে মাঠে নামার আগে ওঁ আমায় ডেকে বলেছিল বাড়তি কিছু করার চেষ্টা না করে নিজের খেলাটা খেল। ওঁর পাশে খেলতে পারটা সৌভাগ্যের বিষয় এবং আমি ওঁর সঙ্গে প্রতিটি অনুশীলন উপভোগ করতে চাই।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: দিনকয়েক পরেই জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ, দ্বিধায় ভুগছেন সুনীল ছেত্রী