সঞ্চয়ন মিত্র, কলকাতা: সরস্বতী পুজোর আগেই বিদায়ের পথে শীত। তবে সামান্য নামল তাপমাত্রার পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা ফেব্রুয়ারির এই সময়ে স্বাভাবিক। আগামী সোমবার পর্যন্ত সকালের দিকে হালকা কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গে। বেলা বাড়লে পরিষ্কার হবে আকাশ। তবে জেলায় এখনও থাকবে শীতের আমেজ। সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়।
শীতের বিদায় আসন্ন, তাই জানান দিচ্ছে আবহাওয়া। সকালে কুয়াশা থাকলেও, বেলা বাড়তেই পরিষ্কার আকাশ। গতকাল ৩ ডিগ্রি উঠেছিল তাপমাত্রার পারদ। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছিল, আগামী কয়েকদিন আরও বাড়বে তাপমাত্রা। জেলায় শীতের আমেজ আরও কিছুদিন থাকলেও সপ্তাহান্তে কলকাতার তাপমাত্রা আরও বাড়তে পারে।
গতকাল হাওয়া অফিস জানিয়েছিল, আগামী ৪৮ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে জানানো হয়েছে। হাল্কা থেকে মাঝারি কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, মুর্শিদাবাদ ও নদিয়ায়। তবে কুয়াশার কোনও সতর্কবার্তা নেই পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূমের মতো দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।