নয়াদিল্লি: করোনা প্রকোপের সঙ্গেই এবার দেশে তীব্র তাপপ্রবাহে জেরবার মানুষ। উত্তর ভারতের বেশ কিছু জায়গায় তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াসের ওপর চলে যাওয়ায় দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং রাজস্থানে 'লাল সতর্কতা' জারি করেছে মৌসম ভবন। আবহাওয়া দফতরের সতর্কতা, কয়েকটি জায়গায় তাপমাত্রা ৪৭.৫ ডিগ্রিতে পৌঁছতে পারে। রাজধানী দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪৬ ডিগ্রি পর্যন্ত পৌঁছে গিয়েছিল।


চলতি সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা


রাজস্থানের বেশিরভাগ অংশে দিনের তাপমাত্রা ৪৫ থেকে ৪৭ জিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। আবার পঞ্জাব ও হরিয়ানায় মানুষকে তাপপ্রবাহ সহ্য করতে হয়েছে। হরিয়ানার সর্বাধিক তাপমাত্রা ৪৫.৮ ডিগ্রি সেলসিয়াস পৌঁছয়। সেখানে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ৪৬.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।





আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তর ভারতের অনেক জায়গায় ২৯-৩০ মে ঝড় ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাতে তাপপ্রবাহের প্রকোপ থেকে সাময়িক স্বস্তি মিলতে পারে। আবার, রাজস্থানের স্থানীয় হাওয়া অফিস থেকে জানানো হয়েছে, যোধপুর থেকে শুরু করে বিকানের, জয়পুর, আজমেঢ়, ভরতপুর ও কোটায় লু-এর প্রকোপ আরও তীব্র হতে পারে। তবে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই সব এলাকায় হাল্কা বৃষ্টি হতে পারে।





হরিয়ানার হিসারে সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি ও ভিওয়ানি ও করনালে সর্বোচ্চ ৪৩ ডিগ্রি পৌঁছয়। পঞ্জাবের পাতিয়ালায় সর্বোচ্চ ৪৩.৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অমৃতসর ও লুধিয়ানায় সর্বাধিক ৪২.৮ ও ৪৩.১ ডিগ্রি তাপমাত্রা পৌঁছয়। উত্তরপ্রদেশের বারাণসী, অযোধ্য়া ও লখনউতে তাপমাত্রার দ্রুত বৃদ্ধি হয়েছে। প্রায় গোটা রাজ্যজুড়ে বইছে লু। পূর্বাভাস, আগামী কয়েকদিন এই পরিবেশ বজায় থাকবে। তবে, পূর্ব উত্তরপ্রদেশের কিছু এলাকায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।