পটনা: প্রকাশিত হল বিহার বোর্ডের দশম শ্রেণির পরীক্ষার ফল। পরীক্ষা সমিতি বিএসইবি-র সরকারি ওয়েবসাইট onlinebseb.in বা biharboardonline.com-এ গিয়ে পরীক্ষার্থীরা তাঁদের ফল জানতে পারছেন। বিহার বোর্ড সূত্রে খবর, পাশ করেছেন ১২,০৩,০১১ জন। প্রথম বিভাগে পাশ করেছেন ৪,০৩,৩৯২ জন। দ্বিতীয় বিভাগে পাশ করেছেন ৫,২৪,২১৭ জন। তৃতীয় বিভাগে পাশ করেছেন ২,৭৫,৪০২ জন। প্রথম হয়েছেন হিমাংশু রাজ। তিনি ৯৬.২০ শতাংশ নম্বর পেয়েছেন। মোট ৫০০ নম্বরের মধ্যে তিনি পেয়েছেন ৪৮১।
এর আগে শোনা গিয়েছিল, ২৪ মার্চ বিহারের দশম শ্রেণির পরীক্ষার ফল বের হবে। কিন্তু সেদিন প্রকাশিত হয়নি ফল, তবে বোর্ডের অধ্যক্ষ বলেন, আগামী ৪-৫ দিনের মধ্যে ফল প্রকাশ করবেন তাঁরা। আজ ফল প্রকাশ করেন বিহারের শিক্ষামন্ত্রী কৃষ্ণনন্দন প্রসাদ বর্মা। ছিলেন শিক্ষা বিভাগের মুখ্য সচিব আর কে মহাজনও। তাঁরা জানান, পরীক্ষার ফল ওয়েবসাইটে চেক করতে পরীক্ষার্থীদের নিজের নিজের অ্যাডমিট কার্ড সঙ্গে রাখতে হবে, কারণ পরীক্ষার্থীদের তাঁদের রোল নাম্বার, জন্ম তারিখ, স্কুল কোড ইত্যাদি দরকার পড়তে পারে। নিজেদের পরীক্ষার ফল জানার পাশাপাশি প্রিন্টআউটও নেওয়া সম্ভব।
১৭ ফেব্রুয়ারি শুরু হয়েছিল বিহার বোর্ডের দশম শ্রেণির পরীক্ষা। শেষ হয় ২৪ তারিখ। লকডাউনের জেরে স্থগিত হয়ে যায় পরীক্ষার ফলপ্রকাশ। ১৫.২৯ লাখ পরীক্ষার্থী এ বছর এই পরীক্ষায় বসেছিলেন, এঁদের মধ্যে ৭.৮৩ লাখ ছাত্রী। ১,৩৬৮টি কেন্দ্রে পরীক্ষা হয়।
প্রকাশিত হল বিহার বোর্ডের দশম শ্রেণির পরীক্ষার ফল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 May 2020 11:01 AM (IST)
১৭ ফেব্রুয়ারি শুরু হয়েছিল বিহার বোর্ডের দশম শ্রেণির পরীক্ষা। শেষ হয় ২৪ তারিখ।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -