কলকাতা: খুব বেশি হেরফের হল না রাজ্যের করোনা সংক্রমণের গ্রাফে। গতকাল রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা ছিল ৮০৫। রাজ্য স্বাস্থ্য দফতরের শেষ আপডেট অনুযায়ী সেই সংখ্যা দাঁড়িয়েছে ৮০৬-এ। তবে বেড়েছে মৃত্যু। রাজ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৫ জনের। গতকাল এই সংখ্যা ছিল ১১। তবে করোনাকে জয় করে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮১১ জন। 


শেষ বুলেটিন অনুযায়ী দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা। এখানে একদিনে করোনা আক্রান্ত ২৪৮। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। উঃ ২৪ পরগনায় একদিনে ১৪৮ জন করোনায় সংক্রমিত। মৃতের সংখ্যা ৬। পূর্ব বর্ধমানে একদিনে ২৩ জন সংক্রমিত ও ২ জনের মৃত্যু হয়েছে।


অন্যদিকে গোটা দেশে অনেকটাই কমল করোনা ভাইরাসে দৈনিক আক্রান্তর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত একদিনে দেশে দৈনিক আক্রান্তর সংখ্যা ১২ হাজার ৪২৮।  গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা ৩৫৬। এরমধ্যে গত একদিনে সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৫ হাজার ৯৫১। দেশে বর্তমানে অ্যাক্টিভ করোনা আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ৬৩ হাজার ৮১৬।


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ২৫ অক্টোবর পর্যন্ত মোট ৬০ কোটি ১৯ লক্ষ ১ হাজার ৫৪৩ করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ২৫ অক্টোবর পরীক্ষা হয়েছে ১১ লক্ষ ৩১ হাজার ৮২৬ নমুনা। 


পুজোর পর থেকেই রাজ্যে বাড়ছে সংক্রমণ। এই অবস্থায় কোভিডের শৃঙ্খল ভাঙতে কড়া হাতে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করতে শুরু করেছে প্রশাসন। ইতিমধ্যেই হাওড়া পুরসভার ১৪টি এলাকাকে মাইক্রো কনটেনমেন্ট জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে। সেগুলি হল ৩৯, ৪৮, ৪৪, ৩৩, ১৩, ৩২, ৪৭, এবং ৪১ নম্বর ওয়ার্ডের কয়েকটি লেন। 


প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানান পুরসভার বাজারগুলিকে দমকল বাহিনীর সঙ্গে যৌথভাবে স্যানিটাইজ করা হবে। এছাড়াও সপ্তাহে একদিন করে বিভিন্ন থানা এলাকার দোকান এবং বাজার বন্ধ রাখা হবে। গোটা ব্যাপারটা নজরদারির জন্য জেলা স্বাস্থ্য দফতর, প্রশাসন, পুলিশ এবং হাওড়া পুরসভা নিয়ে একটি বিশেষ দল গঠন করা হয়েছে।