কলকাতা : রাজ্যে করোনায় ফের বাড়ছে দৈনিক সংক্রমণ। একদিনে করোনা আক্রান্ত এবার ৭০০ পার। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭২৩ জন। শনিবার করোনা সংক্রমিত হয়েছিলেন ৬৭০ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট সংক্রিমতের সংখ্যা ১৫ লক্ষ ৯৮ হাজার ৪৮৮ জন।
গতকালের তুলনায় কম মৃত্যু। শনিবার রাজ্যে করোনায় মৃত্যু হয়েছিল ১৪ জনের। রবিবারের বুলেটিন অনুযায়ী, মৃত্যু হয়েছে ১১ জনের। এনিয়ে রাজ্যে করোনায় মোট মৃত ১৯ হাজার ২২৬ জন।
আজকের বুলেটিন অনুযায়ী, কলকাতায় একদিনে আক্রান্ত ২০৫ জন। মৃত ২। আগের দিন কলকাতায় সংক্রমিতের সংখ্যাটা ছিল ১৮১ জন। বেশ কিছুদিন পর ২০০-এর নিচে নামে কলকাতার দৈনিক সংক্রমণ। কিন্তু, গত ২৪ ঘণ্টায় ফের বদলে গেল সেই চিত্র। এদিকে রবিবারের বুলেটিন অনুযায়ী, উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ১৪৬ জন। মৃত ৪ জন। গতকাল এই জেলায় আক্রান্ত হয়েছিলেন ১২৬ জন।
এদিকে রাজ্যে এপর্যন্ত করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ১৫ লক্ষ ৭১ হাজার ২৯৫ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৯৬৭। ডিসচার্জ হার ৯৮.৩০ শতাংশ।
এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫২৬ জনের। শনিবার দেশে করোনায় মৃত্যু হয়েছিল ৩৯২ জনের। দেশে একদিনে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৮৫৩। শনিবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১০ হাজার ৯২৯।
দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে মোট ৪ লক্ষ ৬০ হাজার ৭৯১ জনের। দেশে এপর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৩ লক্ষ ৫৫ হাজার ৫৩৬ জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৪৪ হাজার ৮৪৫। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৭ লক্ষ ৪৯ হাজার ৯০০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে ১২ হাজার ৪৩২ জন সুস্থ হয়েছেন।