কলকাতা: ফের রাজ্যে আসছেন আসাদউদ্দিন ওয়েসি। ২৫ ফেব্রুয়ারি কলকাতায় পা রাখছেন মিম প্রধান। তাঁর এবারের সফরসূচিতে রয়েছে সভা-পদযাত্রা থেকে রাজনৈতিক আলোচনা। কলকাতায় পদযাত্রার পাশাপাশি মেটিয়াব্রুজে জনসভা করার কথা রয়েছে ওয়েসির। ওদিনই বাম-কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসার কথাও রয়েছে ওয়েসির। কিন্তু বাম-কংগ্রেসের কোন নেতাদের সঙ্গে তিনি আলোচনায় বসবেন, তা নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা।


জানুয়ারির শুরুতেই বঙ্গসফরে এসে আব্বাস সিদ্দিকির সঙ্গে দেখা করেছিলেন আসাদউদ্দিন ওয়েসি। সেই সাক্ষাতের পরই তিনি জানিয়ে দেন পীরজাদা আববাসকে সামনে রেখে বঙ্গ বিধানসভা নির্বাচনে লড়বে তাঁর দল অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইমিম)।


আর কিছুদিন আগেই ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকি নতুন রাজনৈতিক দল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ) গঠন করেছেন। আপাতত তারা বাম-কংগ্রেস জোটের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আলোচনায় ব্যস্ত।


বঙ্গ বিধানসভায় আইএসএফকে কত আসনে লড়ার জন্য বাম-কংগ্রেস জোট ছেড়ে দেবে, তা নিয়ে অবশ্য এখনও জারি রয়েছে দড়ি টানাটানি। দিনকয়েক আগে যুগ্ম সাংবাদিক সম্মেলন আসন রফা চূড়ান্ত হয়ে গিয়েছে বলে জানান বিমান বসু, অধীর চৌধুরীরা। তবে কতগুলি আসন আইএসএফকে ছাড়া হবে তা নিয়ে জটিলতা না কাটায় এখনও কোন দল কত আসনে লড়বে তা ঘোষণা করা হয়নি।


দ্রুত আসনসংখ্যা নিয়ে চলা জটিলতা কাটানোর কথা বললেও জোটের পক্ষেই সওয়াল করেছেন আব্বাস সিদ্দিকি। এর মাঝে কলকাতা সফরে এসে বাম-কংগ্রেস নেতৃত্বে সঙ্গে ওয়েসির সাক্ষাৎ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।


বিহারের বিধানসভা ভোটে পাঁচটি আসন জয়ের পর মিমের নজর যে বাংলায়, তা আগেই স্পষ্ট করে দিয়েছেন ওয়েইসি। শুধু সংখ্যালঘু অধ্যুষিত মালদা, মুর্শিদাবাদ নয়, রাজ্যজুড়ে শাখাপ্রশাখা ছড়িয়ে তৃণমূলের সঙ্গে তারা যে টক্কর দিতে চায় তাও জানিয়ে দিয়েছে মিম। যদিও ওয়েইসির বাংলা সফরকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।


বাংলার মিম নেতাদের দাবি, এখানে তাঁরা মূলত চারটি জেলাকে টার্গেট করছেন। এই তালিকায় রয়েছে সংখ্যালঘু অধ্যুষিত মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ ২৪ পরগনা।