সনৎ ঝা, শিলিগুড়ি: নিজের এলাকায় আবর্জনা সাফাইয়ে বিদায়ী কাউন্সিলররা নামলেন ঝাঁটা হাতে! শুক্রবার সকালে অন্যরকম অভিজ্ঞতার সাক্ষী থাকলেন শিলিগুড়িবাসী। 


সাফাইকর্মীদের টানা কর্মবিরতিতে জঞ্জালের পাহাড়ে পরিণত হয়েছে শিলিগুড়ি শহর। অগত্যা জঞ্জাল সাফাইয়ে ঝাঁটা হাতে পথে নামলেন জনপ্রতিনিধিরা। আন্দোলনের ধরণ নিয়ে প্রশ্ন তুলেছেন শহরবাসী। যদিও বিক্ষোভকারীরা জানিয়েছেন, পুরসভা তাঁদের দাবি না মানায় বাধ্য হয়ে শুরু করেছেন আন্দোলন।


স্থায়ীকরণ-সহ ১০ দফা দাবিতে বুধবার থেকে কাজ বন্ধ রেখেছেন শিলিগুড়ি পুরসভার সাফাইকর্মীরা। কার্যত আবর্জনার স্তূপে পরিণত হয়েছে শহর। এই পরিস্থিতিতে জঞ্জাল সাফাইয়ে নিজেরাই পথে নামলেন কো-অর্ডিনেটররা। ১৯ নম্বর ওয়ার্ড, শিলিগুড়ি পুরসভা ১৯ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর মৌসুমী হাজরা জানান, ‘‘এদের দাবি পূরণ হওয়া উচিত, কিন্তু কাজ বন্ধ করে আন্দোলন সমর্থন করছি না ৷’’


প্রায় শ'তিনকে সাফাইকর্মী কাজ বন্ধ রেখেছেন। তাঁদের দাবি, পুরসভাকে বহুবার সমস্যার কথা জানিয়েও কাজ না হওয়ায় বাধ্য হয়ে নেমেছেন আন্দোলনে। উত্তরবঙ্গ সাফাই কর্মচারী সমিতির সভাপতি কিরণ রাউত বলেন, ‘‘আমাদের দীর্ঘদিনের দাবি সবাইকে বলেছি, কিন্তু কিছুই হয়নি, তাঁদের সঙ্গে বৈঠক করব যাঁর ক্ষমতা আছে ৷’’


দাবি-দাওয়া থাকলেও আন্দোলনের ধরণ নিয়ে প্রশ্ন তুলছেন শহরবাসী। যেভাবে নোংরা হয়ে আছে তাতে রোগ ছড়াবে, কাজ বন্ধ করে এভাবে আন্দোলন ঠিক হচ্ছে না ৷ পুরসভার সঙ্গে দফায় দফায় বৈঠকেও মেলেনি সমাধানসূত্র। পরিস্থিতি স্বাভাবিক না হলে শিলিগুড়ি শহর ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হতে পারে বলে আশঙ্কা করছেন পুর নাগরিকরা।