সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: এ রথে আকাশ ছোঁয়া ধ্বজা নেই। নেই বিশালাকার কাঠের চাকা। রথ টানার জন্য নেই হাতি-ঘোড়া। রথ বলতে চোখের সামনে যে চেহারা ভেসে ওঠে, তার সঙ্গে বিন্দুমাত্র মিল নেই গেরুয়া শিবিরের রথের। তাঁদের রথ, এয়ার কন্ডিশনড একটি বাস। যার সারা গায়ে গেরুয়া রঙে, বিজেপির কর্মসূচির স্টিকার। ঝাঁ চকচকে অন্দরসজ্জা। এই রথে চেপেই বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে রথযাত্রার সূচনা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘পরিবর্তন রথযাত্রা’।


বিজেপি সূত্রে খবর, দুপুর ৩টে নাগাদ ব্যারাকপুরের মসজিদ মোড় থেকে পরিবর্তন যাত্রার সূচনা করবেন তিনি। মসজিদ মোড় থেকে আনন্দপুরী মাঠ পর্যন্ত রথযাত্রার নেতৃত্ব দেবেন নাড্ডা। বিজেপির রথযাত্রা কর্মসূচিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। নীলবাড়ি দখলকে পাখির চোখ করে রাজ্যের পাঁচটি জোন থেকে পরিবর্তন যাত্রা শুরু করেছে বিজেপি।


গত ৬ই ফেব্রুয়ারি, নদিয়ার চৈতন্যধাম নবদ্বীপ থেকে প্রথম রথযাত্রার সূচনা করেন জেপি নাড্ডা। এরপর বীরভূমের তারাপীঠ, কোচবিহারের মদনমোহন মন্দির সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শুরু হয় বিজেপির রথযাত্রা। গত বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে রথযাত্রা কর্মসূচির সূচনা করেন অমিত শাহ। মঙ্গলবারই দার্জিলিংয়ে পরিবর্তন যাত্রায় অংশ নিতে গিয়ে গুরুংপন্থী মোর্চা সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।