রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: আলিপুরদুয়ার, ফালাকাটা, বীরপাড়া হয়ে গতকাল জেলার তেলিপাড়ায় প্রথম পরিবর্তন যাত্রার রথকে অভ্যর্থনা জানান বিজেপি নেতৃত্ব।


জেলার সাতটি বিধানসভা কেন্দ্রে এই রথটি ঘুরে সবশেষে শনিবার ডাবগ্রাম পৌঁছে পরিবর্তন যাত্রার রথ হস্তান্তরিত হবে শিলিগুড়ির বিজেপি কর্মীদের হাতে। গতকাল তিনটে বিধানসভা ছুঁয়ে আজ আরও তিনটে বিধানসভা কেন্দ্রে যাবে এই পরিবর্তন যাত্রার রথ। 


গতকাল নাগরাকাটা বিধানসভায় রথ পৌঁছলে সেখানে বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী সভা থেকে কটাক্ষ করেন তৃণমূলকে। তিনি বলেন, “তৃণমূল কংগ্রেসের কর্মীরা কোমায় চলে গিয়েছেন, আর উঠে দাঁড়াতে পারবেন না। তৃণমূল যদি আপনাদের নমস্কার করে আপনিও নমস্কার করবেন। যদি ফুল দেয় আপনিও পদ্ম ফুল দেবেন। তবে তৃণমূল যদি আপনাকে লাঠি দেখায় ওদের  দা দেখাবেন, যদি তৃণমূল দা দেখায় আপনি কুড়ুল দেখাবেন। ভয় পাবেন না। এতদিন এরা অত্যাচার করে অবিচার করে কাটমানি খেয়ে দাদাগিরি করেছে। তাঁর কথায়,  আর দুমাস পর বাংলার মাটিতে সুশাসনের দাদাগিরি আমরা করব। তৃণমূল করবেন না, মে মাসের পর তৃণমূল নেতাদের সম্পতি বিক্রি করে গরিব মানুষের টাকা ফেরত দেব। দিলীপ ঘোষের নেতৃত্বে নবান্ন দখল করে তৃণমূলকে বিদায় করব।“


তৃণমূল জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী জানান, যাদের শিক্ষার অভাব, শিক্ষার যোগ্যতা নেই, তারাই এধরণের কথা বলে, এগুলো প্ররোচনামূলক মন্তব্য, অশিক্ষিত মানুষদের কথার জবাব কী দেব,  বিজেপি রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে পারছে না, তাই এধরণের মন্তব্য করছে।  পাশাপাশি, বিজেপির এই পরিবর্তন যাত্রার রথ রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে পৌঁছোনোর আগে তার বিরোধিতা করে রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে এবার খেলা হবে খেলা হবে স্লোগান তুলে কয়েক হাজার বাইক নিয়ে মিছিল করেন তৃণমূলের তফশিলি জাতি উপজাতি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস।


কৃষ্ণ দাস জানান, এবার খেলা হবে। ভোটের বাক্সে খেলা হবে। ২০০ আসন পাব। তাদেরকে এমন গোল দেবো যে গোল খেয়ে শুন্য হাতে ফিরে যাবে, বিজেপির হাত শুন্য করে দেবো, এই হাজার হাজার বাইক প্রায় ১৫ হাজার বাইক মিছিল প্রমাণ করে জেলায় সাতে সাত করবো আর বিজেপি শুন্য হাতে ফিরিয়ে দেবো, পাশাপাশি ধর্মীয় যে রথ বের করা হয়েছে আমি মানুষকে একটাই বার্তা দেব এটাতে বিভ্রান্ত হবেননা, রথ যাত্রায় এরা সফল হতে পারবেনা মানুষ এদের বুঝে গিয়েছে যেভাবে ধর্মের ভাগ ওরা শুরু করেছে আমাদের কালচার-কে ওরা নষ্ট করতে পারবেনা আমরা এক সাথে ছিলাম আগামীতেও এক সাথে থাকবো, মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবে কাজ করে যাচ্ছে তাতে ২০২১-এ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আনতে পারবো’।