পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: আজই বিজেপিতে যোগ দিচ্ছেন যুব তৃণমূলের সহ সভাপতি অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। কাকদ্বীপে অমিত শাহর সভায় বিজেপিতে যোগ দেবেন তিনি।
অভিষেকের গড়ে তাঁকে দলে টেনে তৃণমূলকে বার্তা দিতে চাইছে বিজেপি। খবর সূত্রের। অমিত শাহর সভায় আজ টালিগঞ্জের আরও কয়েকজন তারকার বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে গতকালই বিজেপিতে যোগ দেন অভিনেতা যশ দাশগুপ্ত। তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহানের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের রসায়ন নিয়ে যখন টালিগঞ্জে জোর গুঞ্জন, তখন গেরুয়া শিবিরে তাঁর যোগদান যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
তাঁর সঙ্গে গেরুয়া পতাকা হাতে নিলেন অভিনেত্রী সৌমিলি বিশ্বাস। বাম আমলে কট্টর বামপন্থী বলে পরিচিত পাপিয়া অধিকারীও ভোটের মুখে এলেন বিজেপির ছাতায় তলায়।
তবে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কেও প্রশংসার সুরই শোনা গেছে বিজেপিতে যোগদানকারী অভিনেতার মুখে।
যশের বিজেপিতে যোগদান উপলক্ষ্যে মুর্শিদাবাদ থেকে অনুগামীদের কলকাতায় আনা হয়। বিজেপিতে যোগ দেওয়ার পর গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছিলেন অভিনেতা। তাঁদের সঙ্গে সেলফি তুলতে হবে, এই দাবিতে যশের গাড়ি আটকানোর চেষ্টা করেন অনুগামীরা।
সব মিলিয়ে ভোটের মুখে টালিগঞ্জের কলাকুশলীদের তৃণমূল কিংবা বিজেপিতে যোগ দেওয়া অব্যাহত।