রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে তৃণমূলের লেখা দেওয়ালের ওপর কালি লেপে দেওয়ার অভিযোগ। আর তাকে ঘিরে উত্তেজনা ছড়াল। তৃণমূলের অভিযোগ, ঘটনার পিছনে রয়েছে বিজেপি। অভিযোগ অস্বীকার করে বিজেপির দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ঘটনা ঘটেছে।


বাংলায় ভোটের সময় দেওয়ালে দেওয়ালে প্রচারে, প্রতিপক্ষকে ছড়া, কবিতায় ব্যঙ্গ-বিদ্রুপের রেওয়াজ অনেক দিনের।  ৮০, ৯০ এর  দশকে দেওয়ালে দেওয়ালে এই ধরনের গ্রাফিতির রমরমা ছিল। এখন দিন বদলেছে। রাজনৈতিক ছড়া কবিতার জায়গা নিয়েছে কুকথার স্তোত্র। এমনকী দেওয়াল দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাও ঘটছে। বৃহস্পতিবার যেমন তৃণমূলের লেখা দেওয়ালের ওপর কালো কালি লেপে দেওয়ার ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়াল বারুইপুরে। 


আগামী ২১ ফেব্রুয়ারি বারুইপুরে দলের কর্মী সম্মেলন উপলক্ষে বারুইপুরের মাদারহাটে দেওয়াল লেখা হয় তৃণমূলের তরফে। শাসক দলের নেতাদের অভিযোগ, বুধবার রাতে বিজেপির কর্মীরা ওই দেওয়ালে কালি লেপে দেয়। মাদারহাটের তৃণমূল নেতা রক্ষিতচন্দ্র নস্কর জানান, ‘‘২১ ফেব্রুয়ারি সম্মেলন রয়েছে। তার জন্যই দেওয়াল লেখা হয়েছিল। বিজেপি দেওয়ালে কালো কালি লেপে দিয়েছে।’’ অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। দক্ষিণ ২৪ পরগনার বিজেপি পূর্ব সাংগঠনিক জেলার সভাপতি সুনীপ দাস জানান, ‘‘আমরা একেবারেই জড়িত নয়। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে ওই ঘটনা ঘটেছে।’’ এই ঘটনায় বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।