Amit Shah Rally LIVE Updates: কাকদ্বীপে রোড শো অমিত শাহর
Amit Shah West Bengal Rally LIVE Updates: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কে পরিবেশন করা হয় ভাত, ডাল, রুটি, স্যালাড, বেগুন ভাজা, পোস্তর বড়া, শুক্তো, পনির, শুক্ত, দই, রসগোল্লা, সন্দেশ, দই রুটি।
রোড শো-তে রয়েছেন শুভেন্দু অধিকারীও।
কাকদ্বীপে রোড শো বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর।বিজেপির পরিবর্তন যাত্রাই শাহর দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে এই রোড শো। রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাহুল সিনহা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
নামখানায় জনসভা করছেন অমিত শাহ। সেখানে তিনি বলেন,‘বিজেপির চাপে এ বছর সরস্বতী পুজো করেছেন মমতা। কংগ্রেস-বাম-তৃণমূলকে সুযোগ দিয়েছেন, বিজেপিকে সুযোগ দিন। সুযোগ পেলে এই বাংলাকে সোনার বাংলা গড়ব।’
নামখানায় জনসভা করছেন অমিত শাহ। সেখানে তিনি বলেন,‘ভোটের দিন তৃণমূলের একজন গুন্ডাও রাস্তায় থাকবে না। ভয়ের কোনও কারণ নেই, নির্ভয়ে ভোট দিন। কেন্দ্রের সাড়ে তিন লক্ষ কোটি আর্থিক সাহায্য খেয়েছে ভাইপোরা। অনুপ্রবেশকারীদের তাড়াতে চাইলে, চাই বিজেপির সরকার।’
নামখানায় জনসভা করছেন অমিত শাহ। সেখানে তিনি বলেন,‘চিটফান্ড কেলেঙ্কারির উচ্চস্তরীয় তদন্ত হবে, দোষীরা শাস্তি পাবে। যাঁরা দুর্নীতি করেছেন, তাঁদের পাতাল থেকে বার করব।’
নামখানায় জনসভা করছেন অমিত শাহ। সেখানে তিনি বলেন,‘২৪ পরগনায় সি ফুড প্রসেসিং হাব হিসেবে গড়ে তোলা হবে। গঙ্গাসাগরকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। ‘গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক চেহারা দেওয়া হবে।’
নামখানায় জনসভা করছেন অমিত শাহ। সেখানে তিনি বলেন,‘ক্ষমতায় এলে ৪ লক্ষ মৎস্যজীবীকে কিষাণ নিধির মতো সুবিধা। মাসে এঁদের ৬ হাজার করে টাকা দেওয়া হবে। মাসে এঁদের ৬ হাজার করে টাকা দেওয়া হবে।’
নামখানায় জনসভা করছেন অমিত শাহ। সেখানে তিনি বলেন,‘রাজ্যের কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের সুবিধা পান না। ক্ষমতায় এলে সপ্তম বেতন কমিশনের সুবিধা পাবেন কর্মচারীরা।’
নামখানায় জনসভা করছেন অমিত শাহ। সেখানে তিনি বলেন,‘বিজেপির লড়াই সিন্ডিকেটের বিরুদ্ধে। আমফানের সাহায্য দেয় কেন্দ্র, নিয়ে নেয় সিন্ডিকেট। বাংলার পরিস্থিতি পরিবর্তন করাই বিজেপির লক্ষ্য।’
নামখানায় জনসভা করছেন অমিত শাহ। সেখানে তিনি বলেন, ‘২৯৪ আসন থেকে তৃণমূলকে উৎখাত করব। ‘সব বিধানসভায় বড় র্যালি করবে বিজেপি।’
নামখানায় জনসভা করছেন অমিত শাহ। সেখানে তিনি বলেন, "কলকাতায় দিদিকে শুনতে হবে। আজ আমার জন্য সৌভাগ্যের দিন। এটা মমতা দিদির পদ্ধতি। চিন্তা করবেন না।"
নামখানায় বিজেপি সভাস্থলে পৌঁছলেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়
গঙ্গাসাগর থেকে কপ্টারে নামখানা। সেখানে পরিবর্তন যাত্রার সূচনা ও সভা করেন অমিত শাহ।
ভারত সেবাশ্রম সঙ্ঘে গেলেন অমিত শাহ। স্বামী প্রণবানন্দ মহারাজকে শ্রদ্ধা জানান তিনি। আরতি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সঙ্গে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অমিত শাহকে বেশ কিছু উপহার দেওয়া হয় আশ্রমের তরফে।
কাকদ্বীপের এসবিআই মোড় পর্যন্ত রোড শো। বিকেলে বিএসএফের কপ্টারে চড়ে ফিরবেন কলকাতায়।
দুপুরে নারায়ণপুরে এক উদ্বাস্তু পরিবারে সারবেন মধ্যাহ্নভোজ। এরপর যাবেন কাকদ্বীপে। সেখানে শ্মশানকালী মন্দিরে পুজো দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
গঙ্গাসাগর থেকে কপ্টারে পৌঁছবেন নামখানায়। সেখানে পরিবর্তন যাত্রার সূচনা ও সভা করবেন অমিত শাহ।
এরপর আরসিটিসি হেলিপ্যাড থেকে গঙ্গাসাগর রওনা হবেন। সাগরে পৌঁছে কপিল মুনির আশ্রমে পুজো দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
সকালেই অমিত শাহ যাবেন বালিগঞ্জে ভারত সেবাশ্রম সঙ্ঘে।
সকালে নিউটাউনের হোটেলে বিএসএফ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ।
এবারের বঙ্গ সফরে দক্ষিণ ২৪ পরগনার নামখানায় উদ্বাস্তু পরিবারে মধ্যাহ্নভোজ সারবেন অমিত শাহ। মৎস্যজীবী সুব্রত বিশ্বাসের বাড়িতে মধ্যাহ্নভোজের মেনুতে থাকছে ঘি-ভাত, ডাল, সব্জি, আলু-ফুলকপির তরকারি, পনিরের তরকারি, চাটনি ও পাঁপড়।
নামখানায় অমিত শাহর সভাস্থলের কাছেই এসএফআইয়ের ব্যানার। ওমিট অমিত শাহ, প্রতিশ্রুতি অনুযায়ী চাকরির দাবিতে ব্যানার লাগানোর পাশাপাশি, রাস্তায় চক দিয়ে লেখা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রতিবাদ জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে বাম ছাত্র সংগঠনের দাবি। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।
প্রেক্ষাপট
এক সপ্তাহের মধ্যেই পর ফের বঙ্গ সফরে অমিত শাহ। বুধবার রাতেই শহরে চলে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনায় একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। পরিবর্তন যাত্রার সূচনা থেকে রোড শো, জনসভা থেকে মন্দিরে পুজো -- ঠাসা সফরসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -