কলকাতা: ভোটের আগে ৩ লক্ষের বেশি কর্ম সংস্থানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে একইসঙ্গে তিনি ৭২০০০ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করেন।


দিনকয়েক আগে বাজেটে ভোট অন অ্যাকাউন্টে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামোয় বিপুল বরাদ্দের প্রস্তাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। করোনায় ক্ষতির ধাক্কা সামলাতে পর্যটন শিল্পের জন্য বেশ কিছু ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ৩২৯০০০ কর্মসংস্থান হবে বলে জানিয়ে দিলেন। শুধু তাই নয়, আগামী ৫ বছরে আরও দেড় কোটি কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন তিনি। ভোটের আগে ক্লাবগুলিকে অনুদান দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।


এদিন ওই মঞ্চ থেকেই প্রাক্তন খেলোয়াড়দের সম্মান জানান মুখ্যমন্ত্রী। প্রাক্তন খেলোয়াড়দের জন্য প্রতি মাসে এক হাজার টাকা পেনশন ঘোষণা করেন তিনি। প্রাক্তন ফুটবলার সত্যজিত চট্টোপাধ্যায় বলেন, "যে সম্মান পাই তা আগে কখনও পাইনি। যারা ভারতীয় দলের হয়ে খেলেছে তাঁরা অনেক সম্মান পেয়েছেন।  টাকা বড় বিষয় নয়। সম্মানটা অবিশ্বাস্য। প্রত্যেক ফুটবলার হয়ে কৃতজ্ঞতা জানাচ্ছি মুখ্যমন্ত্রীকে।"


ক্লাবগুলিকে সাহায্য নিয়ে কেন্দ্রের কটাক্ষের জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর প্রশ্ন, ‘ক্লাবকে সাহায্য করলে অন্যদের রাগ হয় কেন ? ৮২৮৯ ক্লাবকে ৮২ কোটি ৮৯ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে। হকির অ্যাস্ট্রোটার্ফের জন্য ২০ কোটি টাকা সাহায্য করা হয়েছে। ৩ বছরে ১ লক্ষ টাকা করে ২৬০০০ ক্লাবকে আর্থিক সাহায্য করেছি। ৩৪টি ক্রীড়াসংস্থাকে টাকা দিয়েছে রাজ্য। দুর্গাপুজোর সময় ক্লাবগুলিকে ৫০০০০ টাকা করে দিয়েছে রাজ্য। ১০০ জন ছেলেমেয়েকে স্পনসর করবে রাজ্য। বিনা পয়সায় স্বাস্থ্যসাথী, বিনা পয়সায় রেশন।


এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিনিয়োগের সবচেয়ে বড় দরজা বাংলা। ভারতে ৪০ শতাংশ বেকার বেড়েছে বলে দাবি করেন তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রীর দাবি বাংলায় ৪০ শতাংশ দারিদ্র কমেছে। একইসঙ্গে আমফান নিয়ে কেন্দ্রের অসহযোগিতার কথাও তুলে ধরেছেন তিনি। তিনি বলেন, স্থানীয় ক্লাব, পুলিশের সহযোগিতায় আমফান বিধ্বস্তদের উদ্ধার করা হয়েছে। কেন্দ্র বাংলাকে কিছুই দেয়নি।  ঘর, কৃষিজমি, ফসল নষ্ট হয়েছে, পাশে রয়েছে সরকার।