অরিত্রিক ভট্টাচার্য ও জয়দীপ হালদার নামখানা: কোচবিহারের এবার পর নামখানা। অমিত শাহর সভার আগে ফের কেন্দ্রের বিরুদ্ধে প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগ তোলা হয়েছে। সভাস্থলের কাছেই ‘Omit অমিত শাহ’ বলে ব্যানার টাঙাল এসএফআই। শুধু তাই নয়, রাস্তায় চক দিয়েও লিখেছে এসএফআই। এভাবে বিজেপিকে দমানো যাবে না, পাল্টা দাবি করেছে গেরুয়া শিবির।
কোচবিহারের পর নামখানা ৷ ঠিক এক সপ্তাহ পর, অমিত শাহর সভার আগে ফের মোদি সরকারের বিরুদ্ধে পড়ল ব্যানার। কোচবিহারে অমিত শাহর বিরুদ্ধে ফ্লেক্স-ব্যানার কারা দিয়েছিল, তার কোনও উল্লেখ ছিল না। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার নামখানা থেকে বিজেপির পঞ্চম রথযাত্রার সূচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সভার আগেই এলাকায় এই ব্যানারগুলি টাঙিয়ে দেয় সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। শুধু ব্যানার নয়, রাস্তাতেও চক দিয়ে লেখা হয়, কোথায় গেল ২ কোটি চাকরির প্রতিশ্রুতি? সরাসরি নিশানা করা হয় অমিত শাহকেও।
সিপিএমের কাকদ্বীপ লোকাল কমিটির সম্পাদক মৃত্যেন্দু ভুঁইয়া বলেন, ‘‘আমরা প্রতিবাদ করেছি, চাকরির দাবি করেছি, আমরা তো কালো পতাকা দেখায়নি, এতে অন্যায় দেখছি না ৷’’ বিজেপি অবশ্য বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে না। বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক শ্যামাপদ হালদার বলেন, ‘‘বিভিন্ন সময়ে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বকে বাধা দেওয়ার চেষ্টা হয়, এভাবে আমাদের দমানো যাবে না, মানুষ আমাদের পাশে ৷’’
গত লোকসভা ভোটে কোচবিহার আসনটিতে জিতেছিল বিজেপি। কিন্তু, সেখানেই গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগে ফ্লেক্স পড়ে। এবার তার পুনরাবৃত্তি হল দক্ষিণ ২৪ পরগনার নামখানায়।