কলকাতা: ১৮ নভেম্বর ছিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। রাজ্যে স্টাফ নার্স নিয়োগের ক্ষেত্রে সেই সময় বাড়িয়ে এবার ৩০ নভেম্বর পর্যন্ত করে দিল West Bengal Health Recruitment Board। ৬ হাজারের বেশি পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে রাজ্যের স্বাস্থ্য বোর্ড। 


West Bengal Health Recruitment: সব মিলিয়ে ৬১১৪টি স্টাফ নার্স পদে নিয়োগ করবে রাজ্য স্বাস্থ্য মন্ত্রক। সাময়িকভাবে এইসব চাকরিপ্রার্থীরা পরক্ষীয় উত্তীর্ণ হলে চুক্তির ভিত্তিতে কাজ দেওয়া হবে।যদিও পরবর্তীকালে এই চাকরি স্থায়ী হওয়ার একটা সুযোগ রয়েছে। এই বিষয়ে বিশদে জানতে রাজ্যে স্বাস্থ্য বিভাগের অফিশিয়াল ওয়েবসাইটে দেখতে হবে।


STAFF NURSE (GRADE-II) (Male/ Female): 6114 Posts
শিক্ষাগত যোগ্যতা- জেনারেল নার্সিং, মিডওয়াইফারি কোর্স পাস অথবা বিএসসি নার্সিং। West Bengal Nursing 
Council-এর রেজিস্ট্রেশন থাকতে হবে চাকরিপ্রার্থীর। বাংলা অথবা নেপালি বলার ও লেখার ক্ষমতা থাকতে হবে।
বয়স সীমা- ২১-৩৯ বছরের কোনও ব্যক্তি এই পদে আবেদন করতে পারবেন ।


এই সব পদের শিক্ষাগত যোগ্যতা ও বয়স সীমা সম্পর্কে বিশদে জানতে চাকরিপ্রার্থীদের West Bengal Health Recruitment Board (WBHRB)-এর অফিশিয়াল ওয়েবসাইটে যোগযোগ করতে হবে। ( http://www.wbhrb.in)


কীভাবে আবেদন করবেন ?
এই পদগুলিতে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে ( http://www.wbhrb.in) -এ আগামী ৩০ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। সেখানে আবেদনপত্র ঠিক ভাবে জমা দিলে একটা রেজিস্ট্রেশন স্লিপ পাবেন আবেদনকারী।যা নিজের কাছে রাখতে হবে তাঁকে।


 


Education Loan Information:

Calculate Education Loan EMI