West Bengal News Live: লোকসভায় প্রধানমন্ত্রীর মুখে বঙ্কিমচন্দ্রকে বঙ্কিমদা, প্রতিবাদ তৃণমূলের

WB News Live: জেলা থেকে শহর, এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর।

Advertisement

ABP Ananda Last Updated: 08 Dec 2025 03:02 PM

প্রেক্ষাপট

এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর১। হাতে হাতে গীতা, মুখে মুখে শ্লোক। সমবেত শঙ্খধ্বনি। ব্রিগেডে ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ। সামিল সাধু-সন্ত থেকে বিজেপি নেতৃত্ব।ব্রিগেডে '৫ লক্ষ কণ্ঠে' গীতাপাঠ২। ব্রিগেডে গীতাপাঠের মঞ্চে...More

PM Modi Live: প্রধানমন্ত্রীর মুখে বঙ্কিমচন্দ্রকে বঙ্কিমদা, প্রতিবাদ তৃণমূলের

বন্দে মাতরম নিয়ে সংসদে বলতে গিয়ে প্রধানমন্ত্রীর মুখে বঙ্কিমচন্দ্রকে বঙ্কিমদা, প্রতিবাদ তৃণমূলের। সংশোধন করে প্রধানমন্ত্রী বঙ্কিমবাবু উচ্চারণ করেও কটাক্ষ সৌগত রায়কে।

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.