News Live Updates:বিমান দুর্ঘটনায় নিহত গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিজয় রূপানির পরিবারের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী
WB News Live: একনজরে দেখুন সমস্ত জেলার প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর।
ABP Ananda Last Updated: 13 Jun 2025 03:14 PM
প্রেক্ষাপট
আমদাবাদে ভয়াবহ বিমান বিপর্যয়। টেক অফের পরেই, বিমানবন্দরের কাছে মেডিক্যাল হস্টেলের ওপর ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান। সবমিলিয়ে ২৬৫ জনের মৃত্যু। আমদাবাদ থেকে গন্তব্য ছিল লন্ডন। দীর্ঘ যাত্রাপথে মাত্র ২৭ সেকেন্ডেই...More
আমদাবাদে ভয়াবহ বিমান বিপর্যয়। টেক অফের পরেই, বিমানবন্দরের কাছে মেডিক্যাল হস্টেলের ওপর ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান। সবমিলিয়ে ২৬৫ জনের মৃত্যু। আমদাবাদ থেকে গন্তব্য ছিল লন্ডন। দীর্ঘ যাত্রাপথে মাত্র ২৭ সেকেন্ডেই শেষ জীবনের সফর। বিমানের মৃত ২৪১ জনের মধ্যে ১৬৯ জনই ভারতীয়। ৫৩ জন ব্রিটিশ, বাকিরা পর্তুগাল-কানাডার। আমদাবাদে বিমান বিপর্যয়ে প্রাণ গেল দুই অভিজ্ঞ পাইলট সুমিত সাবরওয়াল ও ক্লাইভ কুন্দরের। আমদাবাদে বিপর্যয়স্থলে অমিত শাহ। বিমান বিপর্যয়ে মৃত্যুমিছিলের মধ্যেও মিরাকল! অবিশ্বাস্যভাবে প্রাণে বাঁচলেন 11A সিটের যাত্রী বিশ্বাস কুমার রমেশ। আমদাবাদ বিমানবন্দর থেকে টেক অফের ২৭ সেকেন্ডের মধ্যেই বিপর্যয়। হঠাৎ নীচের দিকে নামতে থাকে এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার। তারপরই ভেঙে পড়ে বিমান। আজ ঘটনাস্থলে প্রধানমন্ত্রী।আমদাবাদে সিভিল হাসপাতালের হস্টেলের ওপর ভেঙে পড়ল বিমান। ক্যান্টিনের দেওয়াল ফুঁড়ে ঢুকে পড়ে এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার। চিকিৎসক, পডুয়া-সহ বেশ কয়েকজনের মৃত্যু। আমদাবাদে এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনাগ্রস্ত বিমানেই ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। আগুনে ঝলসে গেছে বেশিরভাগ দেহ। শনাক্ত করতে DNA পরীক্ষার সিদ্ধান্ত।বিমান ভেঙে পড়ার আগে ATC-কে 'মে-ডে' বার্তা চালকের। হল না শেষ রক্ষা। কীভাবে এত বড় বিপর্যয়? যান্ত্রিক ত্রুটি না পাইলটের ভুল? নাকি অন্য কিছু? নজরে ব্ল্যাক বক্স। বিশেষভাবে তৈরি ইঞ্জিন। একটানা উড়তে পারে সাড়ে ১৩ হাজার কিলোমিটার। ককপিটে দুই অভিজ্ঞ পাইলট। তারপরেও কীভাবে ভেঙে পড়ল ড্রিমলাইনারের মতো অত্য়াধুনিক বিমান? কীভাবে ভেঙে পড়ল বিমান? দ্রুত তদন্ত হবে, শাহ। সঠিক কারণ খুঁজতে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ, সহযোগিতায় প্রস্তুত, জানাল ব্রিটেন।আমদাবাদে বিমান বিপর্যয়। সুপ্রিম কোর্টের বর্তমান বা অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত দাবি খাড়গের। স্বচ্ছ তদন্তের সওয়াল অভিষেকের। দেশের ইতিহাসে অন্য়তম বড় বিমান বিপর্যয়। মৃত্যুপুরী আমদাবাদের মেঘানিনগর। উদ্ধারে সেনা থেকে NDRF। মৃতদের পরিবারপিছু ১ কোটি টাকা সাহায্য়ের ঘোষণা টাটাগোষ্ঠীর। আমদাবাদে বিপর্যয়ের মধ্যে আমেরিকায় বড়সড় বিমান দুর্ঘটনার হাত থেকে রক্ষা। বস্টনের লোগান এয়ারপোর্টে অবতরণের সময়ে পিছলে গেল চাকা। যাত্রীরা সবাই সুরক্ষিত। মহেশতলায় গোষ্ঠীসংঘর্ষে গ্রেফতারি বেড়ে ৪১। এখনও থমথমে এলাকা। জারি ১৬৩ ধারা। পুলিশই যদি মার খায়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? প্রশ্ন স্থানীয়দের।মহেশতলার পথে সুকান্তকে বাধা। ব্রেস ব্রিজে আটকাল পুলিশ। বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি। মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে রওনা দিতেই গ্রেফতার বিজেপি রাজ্য সভাপতি। পরে মুক্তি।মুর্শিদাবাদ ও মহেশতলায় অশান্তি নিয়ে বিধানসভায় জোড়া মুলতুবি প্রস্তাব বিজেপির। আলোচনার দাবি খারিজ, প্রতিবাদে বিক্ষোভ। মাথায় তুলসী গাছ নিয়ে মিছিল করে রাজভবনেবাংলাদেশের সিরাজগঞ্জে কবিগুরুর পৈতৃক কাছারিবাড়িতে ভাঙচুর। কড়া পদক্ষেপ চেয়ে মোদিকে চিঠি মমতার। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক ঢাকা, বার্তা নয়াদিল্লির। দিঘার জগন্নাথ মন্দিরের প্রথম রথযাত্রা নিয়ে নবান্নে প্রস্তুতি বৈঠক মুখ্যমন্ত্রীর। আসতে পারেন ২ লক্ষ পুণ্যার্থী। ভক্তরা রথের রশি ছুঁতে পারলেও দড়ি টানবেন সাধু-সন্তরাই। ফের পথে চাকরিহারারা। বিকাশ ভবন থেকে এসএসসি ভবন পর্যন্ত মিছিল। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি। চাকরি হারানোর আশঙ্কা। কল্যাণী বিশ্ববিদ্যালয়ে অভিনব প্রতিবাদ। রেজিস্ট্রারের পা ধরে কান্না অস্থায়ী মহিলা কর্মীদের।কাটছে ভর্তি জট। উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশের প্রায় ৪০ দিন পর ১৭ জুন খুলছে কলেজে ভর্তির পোর্টাল। তারপরেই করা যাবে আবেদন।চাকরির টোপ দিয়ে পর্নোগ্রাফিতে চাপ। ধৃত শ্বেতা খানকে আদালতে তোলার সময় তৃণমূলের বিক্ষোভ। শ্বেতাকে চড় এক মহিলা কর্মীর।তরুণী নিগ্রহকাণ্ডে তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ ধৃত শ্বেতা খানের।সোনম রঘুবংশী কাণ্ডের ছায়া কাটোয়ার। মদের সঙ্গে অ্যাসিড মিশিয়ে খাইয়ে স্বামীকে খুনের অভিযোগ। প্রেমিকের সঙ্গে খুনের পরিকল্পনা। গ্রেফতার স্ত্রী ও তাঁর প্রেমিক।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Ahmedabad Plane Crash Live: হাসপাতালে বিমর্ষ প্রধানমন্ত্রী
হাসপাতালে বিমর্ষ প্রধানমন্ত্রী। ১০ মিনিট কথা বললেন আহতদের সঙ্গে। বেরোলেন মাথা নিচু করে।