News Live Updates:বিমান দুর্ঘটনায় নিহত গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিজয় রূপানির পরিবারের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী 

WB News Live: একনজরে দেখুন সমস্ত জেলার প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর।

ABP Ananda Last Updated: 13 Jun 2025 03:14 PM

প্রেক্ষাপট

আমদাবাদে ভয়াবহ বিমান বিপর্যয়। টেক অফের পরেই, বিমানবন্দরের কাছে মেডিক্যাল হস্টেলের ওপর ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান। সবমিলিয়ে ২৬৫ জনের মৃত্যু। আমদাবাদ থেকে গন্তব্য ছিল লন্ডন। দীর্ঘ যাত্রাপথে মাত্র ২৭ সেকেন্ডেই...More

Ahmedabad Plane Crash Live:  হাসপাতালে বিমর্ষ প্রধানমন্ত্রী

 হাসপাতালে বিমর্ষ প্রধানমন্ত্রী। ১০ মিনিট কথা বললেন আহতদের সঙ্গে। বেরোলেন মাথা নিচু করে।