News Live Updates : ব্ল্যাক বক্সে লুকিয়ে রহস্য, কেন হল এই পরিণতি ?
West Bengal News Live: জেলা থেকে শহর, সব খবর সবার আগে...
ABP Ananda Last Updated: 14 Jun 2025 02:20 PM
প্রেক্ষাপট
এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর১। উড়ানের ২৭ সেকেন্ডেই কীভাবে দুর্ঘটনা? আমদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় এখনও রহস্য। মিলল ব্ল্যাক বক্স। তদন্তে এনআইএ, এনএসজি। ২। কীভাবে স্বপ্নের উড়ানের ভয়ঙ্কর পরিণতি? নাশকতার আশঙ্কা...More
এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর১। উড়ানের ২৭ সেকেন্ডেই কীভাবে দুর্ঘটনা? আমদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় এখনও রহস্য। মিলল ব্ল্যাক বক্স। তদন্তে এনআইএ, এনএসজি। ২। কীভাবে স্বপ্নের উড়ানের ভয়ঙ্কর পরিণতি? নাশকতার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না সরকার? তদন্তে এনআইএ, গুজরাত এটিএস, এলেন ব্রিটিশ বিশেষজ্ঞরাও। ৩। কীভাবে টেক অফের পরে বিকল জোড়া ইঞ্জিন? এয়ার ইন্ডিয়ার রক্ষণাবেক্ষণে গাফিলতি দেখছেন নিহতদের পরিবার। ৪। আকাশ থেকে নেমে এল মৃত্যু, মাকে টিফিন দিতে এসে আর ফেরা হল না ১৫ বছরের আকাশের। আগুন ঝাঁপ দিয়েও বাঁচাতে পারলেন না সীতা পাটানি। ৫। এখনও বেঁচে আছেন, বিশ্বাসই করতে পারছেন না ড্রিমলাইনারের একমাত্র জীবিত যাত্রী! হাসপাতালে গিয়ে কথা বললেন প্রধানমন্ত্রী।৬। ভয়াবহ বিমান দুর্ঘটনায় পাইলট, যাত্রী, জুনিয়র ডাক্তার-সহ ২৬৫জনের মৃত্যু। এখনও অনেকে নিখোঁজ। ঝলসানো দেহের ভিড়ে হারানো শুধুই হাহাকার।৭। বিমান দুর্ঘটনায় প্রায় সবাই পুড়ে ছাই। চেনাই দায়! শনাক্তকরণে ডিএনএ পরীক্ষার অপেক্ষায় স্বজন হারানোরা। পুড়ে ছাই, চেনাই দায়।৮। আমদাবাদে বিমান বিপর্যয়। সকালেই ঘটনাস্থলে গেলেন প্রধানমন্ত্রী। হাসপাতালে গিয়ে কথা বললেন আহতদের সঙ্গে। করলেন উচ্চ পর্যায়ের বৈঠক।৯। পাইলট থেকে কেবিন ক্রু। ভয়াবহ বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন না কেউই।১০। মেডিক্যাল কলেজের হস্টেলের ক্যান্টিনে হঠাৎ ভেঙে পড়ল বিমান! একের পর এক জুনিয়র ডাক্তারের মৃত্যু। আতঙ্কে হস্টেল ছাড়লেন অনেকে। ১১। এয়ার ইন্ডিয়ায় বিমানে এবার বোমাতঙ্ক। তাইল্যান্ডের ফুকেট থেকে উড়ানের পরেই ১৫৬জন যাত্রীকে নিয়ে বিমানবন্দরে ফিরে জরুরি অবতরণ। ১২। আমদাবাদে বিমান দুর্ঘটনা। নীরবতা পালন করলেন ভারতীয় ক্রিকেটাররা। কালো ব্যাজ পরে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া-দঃ আফ্রিকা। ১৩। হামাসকে সমর্থনের জবাবে ইরানের পরমাণু কেন্দ্রে ইজরায়েলের হানা। চিফ অফ স্টাফ, পরমাণু বিজ্ঞানী-সহ অন্তত ৫জনের মৃত্যু। পাল্টা হামলা তেহরানের।১৪। আজারবাইজানের পরমাণু কেন্দ্রে ইজরায়েলের হানা। ফল ভুগতে হবে বলে পাল্টা ড্রোন হামলা ইরানের। আয়রন ডোমেই ধ্বংস, দাবি তেল আভিবের। ১৫। মধ্য প্রাচ্যে যুদ্ধের আশঙ্কা। বন্ধ ইরানের আকাশসীমা, ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান। প্রভাব বাজারেও। অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি। পড়ল টাকার দাম। ১৬। মেমারিতে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। ডিভাইডার ভেঙে অন্য লেনে কন্টেনার। উল্টো দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ। একজনের মৃত্যু, আহত ১। ১৭। রাজ্যে করোনায় চতুর্থ মৃত্যু। বেলেঘাটা আইডি হাসপাতালে উঃ ২৪ পরগনার ক্যানসার আক্রান্ত বৃদ্ধের মৃত্যু। চিকিৎসা চলছিল সিসিইউতে। ১৮। পরপর বিতর্কিত মন্তব্য, অস্বস্তির মুখে হুমায়ুনকে চরম বার্তা শৃঙ্খলারক্ষা কমিটির। হুমায়ুনকে 'হুঁশিয়ারি'১৯। চাকরি ফেরত চেয়ে এবার বিধানসভায় অধ্যক্ষের দরবারে চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীরা। মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে সেন্ট্রাল পার্কে শুরু আমরণ অনশন।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Plane Crash : আমদাবাদে বিমান বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭৯
আমদাবাদে বিমান বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭৯, সংবাদসংস্থা AFP সূত্রে খবর। এয়ার ইন্ডিয়ার বিমানের পাইলট, যাত্রী-সহ ২৪১ জনেরই মৃত্যু। 'আমদাবাদ বিমানবন্দর বৃহস্পতিবার দুপুর ১.৩৯-এ টেক অফ বিমানের'।