WB News Live Updates: করোনা আক্রান্ত মুকুল রায়ের স্ত্রী, দেখতে হাসপাতালে গেলেন অভিষেক
Get the latest West Bengal News and Live Updates:করোনা আবহে পরীক্ষাতেও কেন্দ্র-রাজ্য ভিন্ন সুর। আইএসসি ও সিবিএসই দ্বাদশের পরীক্ষা বাতিল। মোদির পৌরোহিত্যে বৈঠকে সিদ্ধান্ত। জুলাই-অগাস্টে কবে উচ্চমাধ্যমিক-মাধ্যমিক, আজ দিন ঘোষণা।
প্রেক্ষাপট
কলকাতা :আলাপনকে নিয়ে অব্যাহত কেন্দ্র-রাজ্য সংঘাত। কলাইকুণ্ডায় মোদির বৈঠক এড়ানোয় শোকজ। বিপর্যয় মোকাবিলা আইনে কেন ব্যবস্থা নয়? তিনদিনের মধ্যে লিখিত জবাব তলব। বেআইনি নোটিস, পাল্টা তৃণমূল।কর্মিবর্গ নয়, অবসর নেওয়ায় আলাপনের...More
বীরভূমের নানুর-খয়রাশোল থেকে ৫ দুষ্কৃতী গ্রেফতার। ধৃতদের মধ্যে একজনের কাছ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। তৃণমূল নেতাদের উপর হামলার ছকেই জমায়েত, দাবি অনুব্রতর। পার্টি অফিসে অনেকেই আসে, দায় এড়িয়ে পাল্টা দাবি বিজেপির।
হাসপাতালে মুকুল রায়ের স্ত্রীকে দেখতে গিয়ে মুকুল-পুত্র শুভ্রাংশুর সঙ্গে অভিষেকের বেশ কিছুক্ষণ কথা হয়। সূত্রের খবর, অভিষেকের সৌজন্যে আপ্লুত, ঘনিষ্ঠমহলে এমনই প্রতিক্রিয়া দিয়েছেন শুভ্রাংশু রায়।
মুকুল রায়ের অসুস্থ স্ত্রীকে দেখতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাথরপ্রতিমা, ধামাখালি হয়ে কলকাতায় ফিরেই দেখতে গেলেন অভিষেক। করোনা আক্রান্ত হয়ে অ্যাপোলো হাসপাতালে ভর্তি মুকুল রায়ের স্ত্রী।
সরকারের বেআইনি কাজের সঙ্গে যুক্ত হয়ে গেছেন আলাপন বন্দ্যোপাধ্যায়, অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শুভেন্দুর কথার ভিত্তি নেই। নিজেকে বাঁচাতে বিজেপিতে গিয়ে কুৎসা করছেন, পাল্টা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।
সিতাইয়ে বিজেপি কর্মীর রহস্যমৃত্যু। নিহত কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে বিজেপি।সিতাইয়ে নিশীথ প্রামাণিক, সায়ন্তন বসুদের ঘিরে বিক্ষোভ।গণতান্ত্রিক রাষ্ট্রে এভাবে বাধা অকল্পনীয়, অভিযোগ বিজেপির।বিজেপি কর্মীর বাড়ি না গিয়েই ফিরতে হল বিজেপি নেতৃত্বকে।পাল্টা তৃণমূলের দাবি,‘পারিবারিক কারণে আত্মহত্যা, রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা।গ্রামবাসীদের বিক্ষোভ, দলের যোগ নেই।‘
শিশির অধিকারী ও সুনীল মন্ডলের সাংসদ পদ খারিজের দাবি জানিয়েছে তৃণমূল। এব্যাপারে লোকসভার অধ্যক্ষর কাছে আবেদন জানানো হয়েছে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এ কথা জানিয়েছেন।
‘গ্রেফতারির দিন নিম্ন আদালতে কেস ডায়েরি পেশ করা হয়েছিল?’,সিবিআইয়ের আইনজীবীকে প্রশ্ন বিচারপতি সৌমেন সেনের। জবাবে সলিসিটর জেনারেল জানান, না, কেস ডায়েরি পেশ করতে পারিনি। বিচারপতি প্রশ্ন করেন, ‘আদালতের কাছে হার্ড কপি পেশ করতে পেরেছিলেন?’ জবাবে সলিসিটর জেনারেল বলেন, হ্যাঁ, কিন্তু ততক্ষণে মামলার শুনানি শেষ হয়ে গেছে।’
হাইকোর্টের প্রশ্ন, ‘হলফনামায় বলছেন, জামিনের তীব্র বিরোধিতা করেছেন। কিন্তু এখানে বলছেন, ভাল করে বক্তব্যই পেশ করতে পারেননি। এটা স্ব-বিরোধী অবস্থান হয়ে যাচ্ছে না?
নারদ-মামলার শুনানিতে সলিসিটর জেনারেলকে প্রশ্ন বিচারপতির, ‘৪ নেতা-মন্ত্রীকে গ্রেফতারির সময় ওয়ারেন্ট জারি হয়েছিল?’ এর জবাবে সলিসিটর জেনারেল বলেন, ‘ওয়ারেন্ট ছাড়াই অধিকার বলে গ্রেফতার করেছেন তদন্তকারী অফিসার’
বিচারপতি সৌমেন সেন বলেন, ‘৪জনকে নিম্ন আদালতের বিচারক অন্তর্বর্তী জামিন দিয়েছেন। তার মানে জামিনের আবেদনের চূড়ান্ত নিষ্পত্তি করে নিম্ন আদালত। নিম্ন আদালতেই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা’।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘প্রতিবছরই সেচ দফতর বাঁধ সারাচ্ছে, প্রতিবছরই ভেঙে যাচ্ছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে জলে যাচ্ছে। ৫ কোটি ম্যানগ্রোভ বসানো হয়েছে। দুই ২৪ পরগনা ও মেদিনীপুরে ম্যানগ্রোভ লাগানো হবে। প্রাকৃতিক দুর্যোগে প্রকৃতিই সহায়ক। আমফানের সময় প্রচুর গাছ ভেঙেছে, সেই গাছ কোথায় গেল? সব দফতরের থেকে ৩ দিনের মধ্যে রিপোর্ট চাই।’
বিপর্যয় মোকাবিলা আইন লঙ্ঘন করায় আগে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ করা হোক। আলাপন বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি নির্বাচন কমিশন, বিজেপি, তৃণমূল সহ সব রাজনৈতিক দল মহামারীর প্রকোপ বৃদ্ধির জন্য দায়ী বলে মনে করেন তিনি
নেতাজিনগর থানা এলাকায় এক তরুণীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। পূজা গায়েন নামে ২৬ বছরের ওই তরুণীর বাড়ি পূর্ব বর্ধমানে। পুলিশ সূত্রে খবর, গতকাল বান্ধবীদের সঙ্গে পার্টি করেন ওই তরুণী। সেই সময় এক বান্ধবীর সঙ্গে তাঁর ঝামেলা হয়। অভিযোগ, বিবাদের সময় ঘুমের ওষুধ খান তরুণী। বাকিরা তাঁকে সে সময় কোনওরকমে সুস্থ করে। এরপর তিনি দরজা বন্ধ করে দেন। পরে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে নেতাজিনগর থানায় খবর দেন মৃতার বান্ধবীরা। দরজা ভেঙে তরুণীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়।
ছুটিতেও অন ডিউটি মেজর ঋত্বিক পাল। অক্সিজেনকে অস্ত্র করে করোনার বিরুদ্ধে যুদ্ধে লড়ছেন হিন্দমোটরের তরুণ। পুলিশ বন্ধুকে সঙ্গে নিয়ে নিজেদের খরচে বানিয়ে ফেলেছেন অক্সিজেন কনসেনট্রেটর। এখন তা নিয়ে অসুস্থদের বাড়ি বাড়ি দৌড়চ্ছেন রেড ভলিন্টিয়ার্সরা।
হাইকোর্টে নারদ মামলায়. তুষার মেহতার সওয়ালের পর তাঁকে প্রশ্ন বিচারপতি সৌমেন সেনের ‘মানুষের কী ধারণা হবে সেজন্য কি আইন-কানুন ভুলে যেতে হবে ?’
‘তুষার মেহতাকে প্রশ্ন বিচারপতি হরিশ টন্ডনের, ‘মনে করুন আদালতে একটি জামিনের মামলা হয়েছে। প্রচুর মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন, জামিন চাইছেন। বিচারক কী করবেন? জামিন না দিলে বিক্ষোভ বাড়তে পারে। ‘আবার জামিন দিলে আরও বেশি ক্ষতি হতে পারে। কী করা উচিত ?’
তুষার মেহতার উত্তর, ‘এটা পরিস্থিতির ওপর নির্ভর করে’।
নারদ মামলার শুনানিতে তুষার মেহতার সওয়াল প্রসঙ্গে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের প্রশ্ন, ‘আপনার সব অভিযোগ সত্যি বলে ধরে নিলেও, এই সাধারণ মানুষ কে ? তার সংজ্ঞা কী ? তিনি কি শিক্ষিত মানুষ ? ‘তিনি কি রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত মানুষ? তিনি কি কোনও দলের সমর্থক ?’
পাথরপ্রতিমার দেবীচকের ত্রাণ শিবিরে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ ঘূর্ণিঝড় বিধ্বস্ত দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় দুর্গত এলাকা পরিদর্শন করবেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সফরসূচি অনুযায়ী, আজ সকালে মহেন্দ্রপুর হাইস্কুল মাঠে তাঁর হেলিকপ্টার নামে। তিনি যান দেবীচকের ত্রাণ শিবিরে।
হাইকোর্টে শুরু হল নারদ মামলার শুনানি।সওয়াল করছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা।নিজেদের যুক্তির স্বপক্ষে একাধিক নির্দেশনামা পেশ।দক্ষিণ আফ্রিকার সুপ্রিম কোর্ট সহ একাধিক নির্দেশনামা পেশ।তাঁর সওয়াল, ‘যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে সাধারণ মানুষের অন্যরকম ধারনা হতেই পারে। মানুষের মনে হতে সেদিনের পরিস্থিতিতে বিচারকের পক্ষে সুবিচার সম্ভব হয়নি।’
উত্তরপ্রদেশের বারাণসীতে পুরনো বাড়ি ভেঙে পড়ে মালদার ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে মালদা যাচ্ছেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানান, মৃতদের পরিবারের পাশে রয়েছে রাজ্য সরকার। এই প্রসঙ্গে উত্তরপ্রদেশ সরকারের ভূমিকার সমালোচনা করতে ছাড়েননি তিনি।
ঘূর্ণিঝড় ইয়াসের তান্ডবলীলার পর এক সপ্তাহ কেটে গেছে। কার্যত সর্বস্বান্ত হয়েছে হাওড়ার উলুবেড়িয়ায় গঙ্গার ধারে বসবাসকারী কয়েক হাজার বাসিন্দা।ব্যাপক ক্ষতিগ্রস্ত ২, ৪, ১৭, ২১, ২৩ ও ৩২ নম্বর ওয়ার্ড। ঘর কার্যত মিশেছে মাটিতে। চেনা যাচ্ছে না পরিচিত ভিটেমাটি। চোখের জল বাধ মানছে না। সামনেই বর্ষা। তাই সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে এই বাসিন্দারা।
ইয়াসের প্রভাবে ভারী বৃষ্টির ফলে জলের তলায় পাঁশকুড়ার চীনাবাদাম চাষ। তড়িঘড়ি করে মাঠ থেকে বাদাম তুলে নেওয়ার চেষ্টা করছেন চাষিরা। বৃষ্টির জমা জল পচন ধরিয়েছে বাদামে। মাথায় হাত চাষীদের।
ইয়াসের প্রভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত পূর্ব মেদিনীপুরের চিনাবাদাম চাষ। এগরা মহকুমা জুড়ে দফায় দফায় বৃষ্টির কারণে মাঠে জল জমে চিনেবাদাম নষ্ট হওয়ার মুখে । জমা জলে পচতে শুরু করেছে বাদাম। স্থানীয় বিধায়কের আশ্বাস, এই সমস্ত বাদাম চাষীদের কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়া হবে ।
পিছিয়ে গেল মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের সূচি ঘোষণা।আজ দুপুরে সূচি ঘোষণার কথা ছিল।গতকালই বাতিল হয়েছে সিবিএসই দ্বাদশ পরীক্ষা।বাতিল হয়েছে আইএসসি পরীক্ষাও।
মাত্র পাঁচ মিনিটের ঝড়। গতকাল বিকেলের সেই ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড নদিয়ার রানাঘাটের রামনগর গ্রাম পঞ্চায়েতের একাংশ। কোথাও ঘরের উপর ভেঙে পড়েছে গাছ। কোথাও উড়ে গিয়েছে টিনের চাল। ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার যন্ত্রচালিত তাঁত কারখানাগুলি। এই এলাকা মূলত তাঁতশিল্পের উপর নির্ভরশীল। তাই আতঙ্কে স্থানীয় বাসিন্দারা।
ফের তৃণমূলে ফিরতে চেয়ে আর্জি দল ছাড়াদের। মালদার রতুয়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির ১৮ জন তৃণমূল সদস্য বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তাঁরা আবার তৃণমূলে ফিরতে চেয়ে আবেদন করেছেন বলে তৃণমূল সূত্রে দাবি।
ঘূর্ণিঝড় বিধ্বস্ত দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় আজ দুর্গত এলাকা পরিদর্শন করবেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সফরসূচি অনুযায়ী, আজ সকালে মহেন্দ্রপুর হাইস্কুল মাঠে তাঁর হেলিকপ্টার নামবে। তারপর তৃণমূল সাংসদ যাবেন দেবীচকের ত্রাণ শিবিরে। সেখান থেকে রামগঙ্গা জেটিঘাট।
ঘূর্ণিঝড় ইয়াসের পর থেকেই সবজির বাজারে আগুনে দাম। কার্যত লকডাউনের প্রভাবও পড়েছে বাজারে। হু হু করে বাড়ছে দাম। এই পরিস্থিতিতে আজ মানিকতলা বাজারে অভিযান চালালেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। বিভিন্ন সবজির পাইকারি ও খুচরো বাজারের দামের পার্থক্য কেন হচ্ছে, সে সম্পর্কে খোঁজখবর নেন তাঁরা। দামবৃদ্ধির কারণ জানতে চান বিক্রেতাদের কাছে।
ইয়াসের দাপটে গোসাবার বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন। ভেঙেছে নদীবাঁধ। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে শ’খানেক পরিবার। দুর্যোগ কবলিত এলাকা ঘুরে দেখলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক পি উলগানাথন। দুর্গতদের হাতে তুলে দেওয়া হয় ত্রাণ সামগ্রী।
ডাম্পার পেরোনোর সময় দুর্ঘটনা! হঠাৎই ভেঙে পড়ল কালভার্ট! পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় চৈতন্যপুর থেকে ব্রজলালপুর যাওয়ার রাস্তায় কালভার্ট ভেঙে জোর বিপত্তি! আহত ডাম্পার চালক।
আগামী তিনদিন প্রাক বর্ষার বৃষ্টি রাজ্যে। দু’এক জায়গায় বজ্র বিদ্যুত্ সহ বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গে নদীয়া, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূমে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গেও অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরের সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। সাগর থেকে দখিনা বাতাস ও দক্ষিণ পশ্চিম বাতাসে ভর করে জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে। এরই মধ্যে আগামীকাল কেরলে ঢুকছে মৌসুমী বায়ু। ভারতের মূল ভুখণ্ডে বর্ষা আসার আগে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে দেশে।