WB News Live Updates: করোনা আক্রান্ত মুকুল রায়ের স্ত্রী, দেখতে হাসপাতালে গেলেন অভিষেক

Get the latest West Bengal News and Live Updates:করোনা আবহে পরীক্ষাতেও কেন্দ্র-রাজ্য ভিন্ন সুর। আইএসসি ও সিবিএসই দ্বাদশের পরীক্ষা বাতিল। মোদির পৌরোহিত্যে বৈঠকে সিদ্ধান্ত। জুলাই-অগাস্টে কবে উচ্চমাধ্যমিক-মাধ্যমিক, আজ দিন ঘোষণা।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 02 Jun 2021 07:28 PM

প্রেক্ষাপট

কলকাতা :আলাপনকে নিয়ে অব্যাহত কেন্দ্র-রাজ্য সংঘাত। কলাইকুণ্ডায় মোদির বৈঠক এড়ানোয় শোকজ। বিপর্যয় মোকাবিলা আইনে কেন ব্যবস্থা নয়? তিনদিনের মধ্যে লিখিত জবাব তলব। বেআইনি নোটিস, পাল্টা তৃণমূল।কর্মিবর্গ নয়, অবসর নেওয়ায় আলাপনের...More

West Bengal News Live : বীরভূমের নানুর-খয়রাশোল থেকে ৫ দুষ্কৃতী গ্রেফতার

বীরভূমের নানুর-খয়রাশোল থেকে ৫ দুষ্কৃতী গ্রেফতার। ধৃতদের মধ্যে একজনের কাছ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। তৃণমূল নেতাদের উপর হামলার ছকেই জমায়েত, দাবি অনুব্রতর। পার্টি অফিসে অনেকেই আসে, দায় এড়িয়ে পাল্টা দাবি বিজেপির।