West Bengal News Live: রাজ্যের সঙ্গে সংঘাতের আবহেই নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

West Bengal news live updates : সব জেলার খবর এক ক্লিকে

ABP Ananda Last Updated: 16 Apr 2023 11:51 PM
WB News Live:তীব্র গরমে পুড়ছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ

তীব্র গরমে পুড়ছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি বেশি। সর্বকালীন রেকর্ডের দোরগোড়ায় দাঁড়িয়ে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রাও।

West Bengal News Live:কড়েয়ায় গ্রেফতার 'ভুয়ো' আইএএস

কড়েয়ায় গ্রেফতার 'ভুয়ো' আইএএস। মুখ্যমন্ত্রীর দফতরে কর্মরত আমলার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে। 

WB News Live:নিয়োগ দুর্নীতিকাণ্ডে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে সিবিআই অভিযান ঘিরে একের পর এক চমক

নিয়োগ দুর্নীতিকাণ্ডে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে সিবিআই অভিযান ঘিরে একের পর এক চমক

West Bengal News Live:রাজ্যজুড়ে তাপপ্রবাহের মধ্যেই হলদিয়ায় দেখা গেল মেসো টর্নেডো

রাজ্যজুড়ে তাপপ্রবাহের মধ্যেই হলদিয়ায় দেখা গেল মেসো টর্নেডো

WB News Live:গরমে হাঁসফাঁস বাংলা

গরমে হাঁসফাঁস বাংলা। পাহাড়ে চলছে পাখা! দার্জিলিংয়েও তাপমাত্রা এমন জায়গায় পৌছেছে যে রীতিমতো পাখা চালাতে হচ্ছে। 

West Bengal News Live:বীরভূমের সভা থেকে অনুব্রতকে নাম না করে নিশানা করেছিলেন শাহ, এবার বিজেপিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ তৃণমূলের

শুক্রবার বীরভূমের সভা থেকে নাম না করে অনুব্রতকে নিশানা করেছিলেন অমিত শাহ, সুকন্ত মজুমদাররা। রবিবার পাল্টা সভা করে বিজেপিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানাল তৃণমূল।

WB News Live:পঞ্চায়েত ভোটের আগে তুফানগঞ্জে ধাক্কা খেল তৃণমূল

পঞ্চায়েত ভোটের আগে তুফানগঞ্জে ধাক্কা খেল তৃণমূল। এদিন সেখানে তাদের এক সদস্য়-সহ ৪০০ জন এলাকাবাসী সিপিএমে যোগদান করেন যাতে শাসকদল ওই এলাকায় কিছুটা হলেও চাপে পড়বে বলে মনে করছেন অনেকে।

West Bengal News Live:রাজ্যের সঙ্গে সংঘাতের আবহেই নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

রাজ্যের সঙ্গে সংঘাতের আবহেই নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ। উপাচার্য নিয়োগ করলেন আচার্য তথ্যা রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ছুটির দিনে দায়িত্ব নিলেন নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য চন্দন বসু।

WB News Live:৫৫ ঘণ্টা পার। নিয়োগ দুর্নীতিকাণ্ডে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে সিবিআই অভিযান ঘিরে একের পর এক চমক

৫৫ ঘণ্টা পার। নিয়োগ দুর্নীতিকাণ্ডে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে সিবিআই অভিযান ঘিরে একের পর এক চমক। এবার বিধায়কের ফেলে দেওয়া দ্বিতীয় মোবাইল ফোনের খোঁজে পুকুরে নামানো হল জেসিবি। 

West Bengal News Live:রাজ্যজুড়ে তাপপ্রবাহের মধ্যেই হলদিয়ায় দেখা গেল মেসো টর্নেডো

রাজ্যজুড়ে তাপপ্রবাহের মধ্যেই হলদিয়ায় দেখা গেল মেসো টর্নেডো। তীব্র গরমে স্থানীয়ভাবে ভূ-পৃষ্ঠের বায়ুস্তর তেতে ওঠায়, তৈরি হয় ছোট মাপের ঘূর্ণিঝড়।

WB News Live:সিউড়ির পাল্টা সভা থেকে অমিত শাহকে নিশানা ফিরহাদ হাকিমের

'২৪ সালে বিজেপি ৩৫ আসন পাবে। আগেও বলেছিলেন ২০০ আসন পাবে, এবার বলছে ৩৫, হয়ে যাবে ফিনিশ', সিউড়ির পাল্টা সভা থেকে অমিত শাহকে নিশানা ফিরহাদ হাকিমের

West Bengal News Live:গরমে পুড়ছে বাংলা, কাল থেকে স্কুল-কলেজে ছুটি ঘোষণা, এবিপি আনন্দে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

গরমে পুড়ছে বাংলা, কাল থেকে স্কুল-কলেজে ছুটি ঘোষণা, এবিপি আনন্দে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

WB News Live:পুরসভায় নিয়োগ দুর্নীতি ইস্যুতে বিজেপির নিশানায় মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ

পুরসভায় নিয়োগ দুর্নীতি ইস্যুতে বিজেপির নিশানায় মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ

West Bengal News Live:বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে সিবিআই অভিযান ঘিরে একের পর এক চমক

বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে সিবিআই অভিযান ঘিরে একের পর এক চমক। এবার বিধায়কের ফেলে দেওয়া দ্বিতীয় মোবাইল ফোনের খোঁজে পুকুরে নামানো হল জেসিবি।

WB News Live:গরমে হাঁসফাঁস বাংলা। পাহাড়ে চলছে পাখা! দার্জিলিংয়েও তাপমাত্রা এমন জায়গায় পৌছেছে যে রীতিমতো পাখা চালাতে হচ্ছে। 

গরমে হাঁসফাঁস বাংলা। পাহাড়ে চলছে পাখা! দার্জিলিংয়েও তাপমাত্রা এমন জায়গায় পৌছেছে যে রীতিমতো পাখা চালাতে হচ্ছে। 

West Bengal News Live:উত্তরপ্রদেশে পুলিশ হেফাজতে গ্যাংস্টার আতিক আহমেদ খুন, যোগী প্রশাসনকে তীব্র আক্রমণ মমতার

উত্তরপ্রদেশে পুলিশ হেফাজতে গ্যাংস্টার আতিক আহমেদ খুন, যোগী প্রশাসনকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। 'এই নির্লজ্জ নৈরাজ্য দেখে আমি স্তম্ভিত', ট্যুইট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

WB News Live: রাজ্যের সঙ্গে সংঘাতের আবহেই নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

রাজ্যের সঙ্গে সংঘাতের আবহেই নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ। উপাচার্য নিয়োগ করলেন আচার্য তথ্যা রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ছুটির দিনে দায়িত্ব নিলেন নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য চন্দন বসু।

West Bengal News Live: 'যাঁরা দেশের টাকা লুঠ করে নিল, তাঁদের বিষয়ে নীরব কেন্দ্র', তোপ ফিরহাদের

বিজেপি বিরোধী নেতাদের ডেকে পাঠানো হবে। যারা দেশের টাকা লুঠ করে নিল, তাদের বিষয়ে নীরব কেন্দ্র। কেজরিওয়াল প্রসঙ্গে মন্তব্য ফিরহাদ হাকিমের।  

WB News Live: প্রয়াগরাজে পুলিশ হেফাজতে খুন গ্যাংস্টার, যোগী সরকারকে নিশানা করে টুইট মুখ্যমন্ত্রীর

প্রয়াগরাজে পুলিশ হেফাজতে খুন গ্যাংস্টার। যোগী সরকারকে নিশানা করে টুইট মুখ্যমন্ত্রীর। ‘উত্তরপ্রদেশে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। দুষ্কতীরা নিজেদের হাতে আইন তুলে নিচ্ছে, এটা লজ্জাজনক।'

West Bengal News Live: গলসিতে জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ২, গুরুতর আহত ২

গলসিতে জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ২, গুরুতর আহত ২ জন। আহত ২ জনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতায় রেফার করা হয় ।অপরজন চিকিৎসাধীন বর্ধমান মেডিক্যালে। 

WB News Live: সর্বনিম্ন তাপমাত্রাতেও সর্বকালীন রেকর্ডের দোরগোড়ায় কলকাতা

সর্বনিম্ন তাপমাত্রাতেও সর্বকালীন রেকর্ডের দোরগোড়ায় কলকাতা।এপ্রিল মাসে সর্বনিম্ন তাপমাত্রায় সর্বকালীন রেকর্ড ছিল ২৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। এপ্রিল মাসে সর্বনিম্ন তাপমাত্রার সর্বকালীন রেকর্ড ছিল ১৯৮৭ সালে। সে বছর ৫ এপ্রিল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এরপর ২০১০-এর ২ এপ্রিল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ১৩ বছর পর, ২০২৩ সালে কলকাতায় এপ্রিল মাসের সর্বনিম্ন তাপমাত্রা ফের রেকর্ড গড়ল।  গতকাল ও আজ পরপর দু’দিন সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছল ২৯ দশমিক ৬ ডিগ্রিতে। 

West Bengal News Live: স্বামী গীতানন্দর জন্মশতবর্ষ পালিত হল গোলাপার্ক রামকৃষ্ণ মিশন ইন্সটিটিউশন অফ কালচারে

স্বামী গীতানন্দর জন্মশতবর্ষ পালিত হল গোলাপার্ক রামকৃষ্ণ মিশন ইন্সটিটিউশন অফ কালচারে। এই উপলক্ষে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রকাশিত হয় স্বামী গীতানন্দরকে নিয়ে লেখা বই। স্বামী গীতানন্দ জন্মগ্রহণ করেন বাংলাদেশেক ঢাকায় ১৯২৪ সালের ১৭ এপ্রিল। এবছর তাঁর জন্মশতবর্ষ। গোলপার্ক রামকৃষ্ণ মিশনে এদিন অনুষ্ঠানের আয়োজন করে স্বামী গীতানন্দর জন্মশতবর্ষ সোসাইটি। উপস্থিত ছিলেন, রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ সহ অন্যান্য সন্ন্যাসী ও বিশিষ্টজনেরা। 

WB News Live: হলদিয়ায় সিটি সেন্টার বাস স্ট্যান্ডের কাছে দেখা গেল মেসো টর্নেডো

রাজ্যজুড়ে তাপপ্রবাহের মধ্যেই হলদিয়ায় সিটি সেন্টার বাস স্ট্যান্ডের কাছে দেখা গেল মেসো টর্নেডো। তীব্র গরমে স্থানীয়ভাবে ভূ-পৃষ্ঠের বায়ুস্তর তেতে ওঠায়, তৈরি হয় ছোট মাপের ঘূর্ণিঝড়। পাক খেতে খেতে উল্লম্বভাবে গরম হাওয়া ওপরে ওঠে। এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ হলদিয়া সিটি সেন্টার বাস স্ট্যান্ডের কাছে  প্রায় ১৫-২০ মিনিট ধরে দেখা যায় মেসো টর্নেডো। 

West Bengal News Live: গরমে পুড়ছে বাংলা, কাল থেকে স্কুল-কলেজে ছুটি ঘোষণা

গরমে পুড়ছে বাংলা, কাল থেকে স্কুল-কলেজে ছুটি ঘোষণা। এবিপি আনন্দে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘আগামী সপ্তাহ থেকে সরকারি-বেসরকারি স্কুলে ছুটি ঘোষণা করতে বলেছি, সরকার-বেসরকারি কলেজ, বিশ্ববিদ্যালয়কেও ছুটি ঘোষণা করতে বলেছি, হিটস্ট্রোকে মানুষ যাতে বিপদে না পড়ে দেখতে হবে’, এবিপি আনন্দে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


 

WB News Live: প্রথমে কুন্তল ঘোষ, তারপর গোপাল দলপতির মুখে শোনা গিয়েছিল বিভাস অধিকারীর নাম!

প্রথমে কুন্তল ঘোষ, তারপর গোপাল দলপতির মুখে শোনা গিয়েছিল বিভাস অধিকারীর নাম! কিন্তু কে এই বিভাস অধিকারী? নিয়োগ দুর্নীতিকাণ্ডে তাঁর নাম জড়াল কী করে? সূত্রের খবর, মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ ও বেসরকারি একাধিক কলেজের মালিক বিভাস অধিকারী আগে অল বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাচিভার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। 

West Bengal News Live: বিভাস অধিকারীকে কলকাতায় তলব করল সিবিআই

নিয়োগ দুর্নীতিকাণ্ডে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরের দিনই তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি বিভাস অধিকারীকে কলকাতায় তলব করল সিবিআই। আজই নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে। গতকাল নলহাটিতে বিভাসের বাড়ি ও আশ্রমে সাড়ে ৭ ঘণ্টা ধরে অভিযান চালায় সিবিআই। একইসঙ্গে আমহার্স্ট স্ট্রিট থানার কাছে কলকাতায় বিভাসের ফ্ল্যাটেও চলে তল্লাশি। 


 

WB News Live: মাঝরাতে মালদার গাজোলে ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেল ৫টি বাড়ি

মাঝরাতে মালদার গাজোলে ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেল ৫টি বাড়ি। গুরুত্বপূর্ণ কাগজপত্র বাঁচাতে গিয়ে জখম হন একই পরিবারের ২ তরুণী। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।দমকলের একটি ইঞ্জিনের একঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। 


 

West Bengal News Live: পরপর ২ দিন মালদার বৈষ্ণবনগর থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র, গুলি

পরপর ২ দিন মালদার বৈষ্ণবনগর থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র, গুলি। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে বৈষ্ণবনগরের ১৮ মাইল এলাকা থেকে রাকিমুল শেখ নামে এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করে পুলিশ। 

WB News Live: কলকাতা পুর এলাকায় পার্কিং ফি নিয়ে অভিযোগ

কলকাতা পুরসভার নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে, টেন্ডারপ্রাপ্ত সংস্থাগুলি মর্জি মতো পার্কিং-ফি আদায় করছে বলে অভিযোগ। এতে নাকাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কলকাতা পুরসভা।

West Bengal News Live: পয়লা বৈশাখে ১৪ জেলায় ৪০ ডিগ্রি ছাড়ায় তাপমাত্রা

অব্যাহত থাকবে গরমের দাপট। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গজুড়ে চলবে তাপপ্রবাহ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহ। পয়লা বৈশাখে ১৪ জেলায় ৪০ ডিগ্রি ছাড়ায় তাপমাত্রা। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

WB News Live: বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করাতেই মিলল সাফল্য

বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করাতেই মিলল সাফল্য। এমনই দাবি সিবিআইয়ের। সূত্রের খবর, এদিন সকাল ৭টা ২৫-এ বিধায়ককে তাঁর বাড়ির ছাদে নিয়ে গিয়ে পুনর্নির্মান করা হয়। সিবিআই আধিকারিকদের নির্দেশে ছাদের পাঁচিলে উঠে বাড়ির পুকুরে ঢিল ছোড়েন তৃণমূল বিধায়ক। ঠিক যেভাবে তিনি নিজের দুটি মোবাইল ফোন ছুড়ে পুকুরে ফেলে দেন বলে অভিযোগ উঠেছে। বিধায়কের ছোড়া ঢিল পুকুরের যে জায়গায় পড়েছিল, সকাল ৭টা ২৭ মিনিটে সেখানেই নামানো হয় ৪ পাম্প কর্মীকে। ঠিক ১১ মিনিট পর ৭টা ৩৮ মিনিটে পুকুরের পাঁক থেকে একটি মোবাইল ফোন উদ্ধার হয়। এই মুহূর্তে বিধায়কের দ্বিতীয় ফোনটির খোঁজ চলছে। 


 

West Bengal News Live: ৩৩ ঘণ্টা ধরে পুকুর থেকে জল তোলার পর উদ্ধার তৃণমূল বিধায়কের মোবাইল ফোন

৩৩ ঘণ্টা ধরে পুকুর থেকে জল তোলার পর উদ্ধার তৃণমূল বিধায়কের মোবাইল ফোন। শুক্রবার বিকেল ৫টায় পুকুরে মোবাইল ফোন ছুড়ে ফেলেন জীবনকৃষ্ণ, দাবি সিবিআইয়ের। প্রায় ৩৮ ঘণ্টা ধরে জলের মধ্যে ছিল মোবাইল ফোন।

West Bengal News Live: নিয়োগ-দুর্নীতি নিয়ে ফের বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর

নিয়োগ-দুর্নীতি নিয়ে ফের বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর। 'আগামী ৬-৮ মাসের মধ্যে তৃণমূলের বিধায়ক সংখ্যা ১০০-য় নামতে পারে। অন্তত ১০০ তৃণমূল বিধায়ক নিয়োগ দুর্নীতির এজেন্ট। ১০০ জন বিধায়ক চাকরিপ্রতি ১৫ থেকে ১৮ লক্ষ টাকা করে তুলেছেন',
বিস্ফোরক দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর


 

West Bengal News Live: সিবিআইয়ের ম্যারাথন তল্লাশির পরই নতুন দল ঘোষণা করলেন তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি বিভাস অধিকারী

নিয়োগ-দুর্নীতির তদন্তে সিবিআইয়ের ম্যারাথন তল্লাশির পরই নতুন দল ঘোষণা করলেন তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি বিভাস অধিকারী। নতুন রাজনৈতিক দলের নাম, সর্বভারতীয় আর্য মহাসভা। তৃণমূলের সঙ্গে এর যোগ নেই বলেও দাবি করেছেন বিভাস। তাঁর দাবি, ২০২১ সালেই তৃণমূল ছেড়েছিলেন। জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে সে কথা রেজিস্ট্রি চিঠি দিয়ে জানিয়েও ছিলেন। এরপরও দলে তাঁর নাম রাখা হয়েছিল, কিন্তু তিনি তৃণমূলের কোনও সভা বা অনুষ্ঠানে যোগ দিতেন না বলে দাবি করেছেন বিভাস অধিকারী। বর্তমানে বিভাস সেন্ট্রাল ওয়্যার হাউসিং কর্পোরশনের চেয়ারম্যান। তৃণমূলে থাকলে কেন্দ্রীয় সরকারি দফতরের পদে থাকতাম? পাল্টা প্রশ্ন তুলেছেন তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি বিভাস অধিকারী। 

WB News Live: স্কুলের ২টি টিউবওয়েলের ১টি খারাপ, আরেকটির জল ব্যবহারের অযোগ্য

স্কুলের ২টি টিউবওয়েলের ১টি খারাপ, আরেকটির জল ব্যবহারের অযোগ্য। অভিযোগ, বিডিও অফিসে জানিয়েও সুরাহা হয়নি। প্রচণ্ড গরমে তীব্র জলকষ্টে কোচবিহারের তুফানগঞ্জের নয়নেশ্বরী স্পেশাল ক্যাডার প্রাইমারি স্কুল। বিষষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিডিও।

West Bengal News Live: অবশেষে পুকুর ছেঁচে উদ্ধার জীবনকৃষ্ণর একটি মোবাইল ফোন

অবশেষে পুকুর ছেঁচে উদ্ধার জীবনকৃষ্ণর একটি মোবাইল ফোন। আরও একটি ফোনের খোঁজে চলছে তল্লাশি।

WB News Live: তাপপ্রবাহের জেরে হুগলিতে ক্ষতি হচ্ছে সবজি চাষে

তাপপ্রবাহের জেরে হুগলিতে ক্ষতি হচ্ছে সবজি চাষে। প্রচণ্ড তাপে শুকিয়ে যাচ্ছে গাছ। ফলন কমায় জোগানে ঘাটতি দেখা দিয়েছে। ফলে বাজারে দাম বাড়ছে সবজির। বৃষ্টি না হলে আরও ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এর প্রভাব পড়ছে বাজারে। অগ্নিমূল্য সবজির দাম। বাজারে গিয়ে নাজেহাল মধ্যবিত্ত ক্রেতা। 

West Bengal News Live: বেহালায় হৈমন্তী গঙ্গোপাধ্য়ায়ের ফ্ল্যাটেও পৌঁছল সিবিআই, সিল করা হয় ফ্ল্যাট

পূর্ব মেদিনীপুরে গোপাল দলপতির বাড়ির পাশাপাশি শনিবার বেহালায় হৈমন্তী গঙ্গোপাধ্য়ায়ের ফ্ল্যাটেও পৌঁছে গেল সিবিআই। তবে, চাবি না থাকায় ৩ ঘণ্টা পরেও ফ্ল্যাটে ঢুকতে পারেননি আধিকারিকরা। ফ্ল্যাটটি সিল করে দেন CBI। এদিকে, হৈমন্তী গঙ্গোপাধ্য়ায়ের দাবি, ফ্ল্যাটের চাবি তাঁর কাছেই ছিল। কিন্তু, CBI-এর তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়নি। 

WB News Live: কাজ করছে না বাতানুকুল যন্ত্র। নাটক চলাকালীন গরমে অসুস্থ হয়ে পড়ছেন দর্শকরা!

কাজ করছে না বাতানুকুল যন্ত্র। নাটক চলাকালীন গরমে অসুস্থ হয়ে পড়ছেন দর্শকরা! অ্যাকাডেমি অফ ফাইন আর্টস কর্তৃপক্ষকে বার বার জানিয়েও কোনও ফল হয়নি বলে অভিযোগ। অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত অ্যাকাডেমি, সরব নাট্যব্যক্তিত্বরা। এসি ঠিক আছে, অভিযোগ উড়িয়ে দাবি কর্তৃপক্ষের। 

West Bengal News Live: ভাইরাল সুইসাইড নোট কাঠগড়ায় বর্তমান ভাইস চেয়ারম্য়ান

জলপাইগুড়ির প্রাক্তন ভাইস চেয়ারপার্সনের রহস্য়মৃত্য়ুর পর, ভাইরাল সুইসাইড নোটে, কাঠগড়ায় বর্তমান ভাইস চেয়ারম্য়ান। নাম না বলার জন্য় হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন মৃত দম্পতির মেয়ে। প্রাণনাশের আশঙ্কায় এসপি-র দ্বারস্থ হয়েছেন তিনি। যদিও, অভিযুক্ত ভাইস চেয়ারম্য়ান এর নেপথ্য়ে বিজেপির একাংশের ইন্ধন দেখছেন।

প্রেক্ষাপট

'আগামী ৬-৮ মাসের মধ্যে তৃণমূলে (TMC) বিধায়ক সংখ্যা ১০০-য় নামতে পারে', নিয়োগ-দুর্নীতির তদন্তের মধ্যেই বিস্ফোরক দাবি শুভেন্দুর। বাজার গরমের চেষ্টা, কটাক্ষ তৃণমূলের।


শাহি সফরের মধ্যেই চতুর্মুখী তল্লাশি সিবিআইয়ের (CBI)। বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। নলহাটিতে বিভাস অধিকারী ও ভূপতিনগরে গোপাল দলপতি ও হৈমন্তীর ফ্ল্যাটেও হানা।


২ দিন ধরে বড়ঞার তৃণমূল বিধায়কের (TMC MLA) বাড়িতে সিবিআই তল্লাশি। পুকুর ছেঁচে চলছে জীবনকৃষ্ণর জোড়া মোবাইলের খোঁজ। জঙ্গল থেকে উদ্ধার ৫ ব্যাগ ভর্তি নিয়োগ-দুর্নীতি সংক্রান্ত নথি।


বড়ঞার তৃণমূল বিধায়কের বাড়ি লাগোয়া জঙ্গল থেকে উদ্ধার হওয়া ব্যাগে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত নথি। কাকে কত টাকার বিনিময়ে চাকরি? ছবি-সহ তালিকা, অ্যাডমিট উদ্ধার।


নিয়োগ-দুর্নীতির (Recruitment Scam) তদন্তে মানিক-ঘনিষ্ঠ বিভাস অধিকারীর নলহাটির বাড়ি ও আশ্রমে সিবিআই (CBI) হানা। সাড়ে ৭ ঘণ্টা তল্লাশি। বাজেয়াপ্ত ২টি ফোন, নথি।  বিভাসের শিয়ালদার ফ্ল্যাটেও হানা।


গোপাল দলপতির ভূপতিনগরের বাড়ির পর স্ত্রী হৈমন্তীর হরিদেবপুর ফ্ল্যাটেও সিবিআই। সিল করা হল ফ্ল্যাট। বাকসাড়ায় হৈমন্তীর পৈতৃক বাড়িতেও হানা।


'আমি ইডি-সিবিআইয়ের অপেক্ষায় রয়েছি', নিয়োগ-দুর্নীতির তদন্তে বড়ঞার তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই তল্লাশির মধ্যেই তাৎপর্যপূর্ণ মন্তব্য নবগ্রামের তৃণমূল বিধায়কের।


পয়লা বৈশাখেও চাকরি চেয়ে পথেই কাটল যোগ্যদের। কাটফাটা রোদে ধর্নামঞ্চেই হল ঘটপুজো। চোখের জলেই বর্ষবরণ চাকরিপ্রার্থীদের।


লোকসভায় বাংলায় লক্ষ্য ৩৫ আসন। কী হবে বঙ্গ বিজেপির (BJP) ভূমিকা? রাজ্য ছাড়ার আগে শুভেন্দু-সুকান্তদের সঙ্গে বৈঠকে অমিত শাহ।


বাতাসে জলীয় বাষ্প, নববর্ষের গরমে গলদঘর্ম কলকাতা-সহ বিভিন্ন জেলা তাপমাত্রা কমলেও বেড়েছে অস্বস্তি। আপাতত সম্ভাবনা নেই বৃষ্টির (Rain)।


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.