আজ কর্ণাটকের ভোটগণনা
আজ কর্ণাটকের ২২৪টি বিধানসভা আসনে ভোটগণনা। ৩৬টি গণনা কেন্দ্রে ২ হাজার ৬১৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে । কর্ণাটক বিধানসভায় ম্যাজিক ফিগার ১১৩ । মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের পাশাপাশি আজ ভাগ্য নির্ধারণ কংগ্রেসের সিদ্দারামাইয়া ও ডি কে শিবকুমারের। জেডিএস-এর এইচ ডি কুমারস্বামীর মতো হেভিওয়েটদেরও আজ ভাগ্য নির্ধারণ।
উপকূলে আধিপত্য কংগ্রেসের
মধ্য কর্ণাটক, বেঙ্গালুরু, টুমকুর, বেলগামে এগিয়ে কংগ্রেস। মহীশূরে জোর লড়াই। উপকূলে একচেটিয়া আধিপত্য কংগ্রেসের।
৩৬ হাজার চাকরি বাতিল
প্রাথমিকে শিক্ষক নিয়োগে বেনিয়ম, জোর ধাক্কা রাজ্যের। ৩৬ হাজার প্রশিক্ষণহীনের চাকরি বাতিল, নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
৩ মাসে নতুন প্যানেল
প্রাথমিকে নিয়োগে ৩ মাসে নতুন প্যানেল। অংশ নিতে পারবেন শুধুমাত্র ২০১৬-র নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী টেট উত্তীর্ণরা। জানাল হাইকোর্ট।
চাকরি বাতিলে চ্যালেঞ্জ পর্ষদের
প্রাথমিকে ৩৬ হাজার প্রশিক্ষণহীনের চাকরি বাতিল, বেনজির নির্দেশ হাইকোর্টের। ডিভিশন বেঞ্চে যাওয়ার সিদ্ধান্ত পর্ষদের।
অ্য়াপ্টিটিউড টেস্টে 'গরমিল'
২০১৬-র প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার অ্য়াপ্টিটিউড টেস্টে ব্যাপক গরমিল। ভিডিওগ্রাফি করতে হবে নতুন নিয়োগ প্রক্রিয়া। নির্দেশ হাইকোর্টের।
ক্লাবের মতো নিয়োগ!
২০১৬-র প্রাথমিক শিক্ষায় বেআইনি নিয়োগ প্রক্রিয়া হয়েছিল লোকাল ক্লাবের মতো। সরকার চাইলে নতুন নিয়োগ প্রক্রিয়া মানিকের টাকায় করতে পারে। মন্তব্য হাইকোর্টের।
হাকিম বদল, হুকুম নয়
বেঞ্চ বদলালেও মিলল না স্বস্তি, পুর-নিয়োগে দুর্নীতি মামলাতেও সিবিআই তদন্ত বহাল। দ্রুত অপরাধীদের ধরতে সাহায্য করা উচিত রাজ্যের, মন্তব্য বিচারপতি অমৃতা সিন্হার।
মিলল না রক্ষাকবচ
বজায় রইল অস্বস্তি! অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ পুনর্বিবেচনার আর্জি মামলায় অন্তর্বর্তী নির্দেশ দিলেন না বিচারপতি অমৃতা সিন্হা। সোমবার শুনানি।
কলকাতায় সলমন
আজ ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে সলমন-শো। রাতেই শহরে ভাইজান। অনুষ্ঠানের আগে যাবেন মমতার কালীঘাটের বাড়িতে। এলেন সোনাক্ষী, জ্যাকলিন, পুজা হেগড়েও।
----------------------
কর্নাটক বিধানসভার ফলাফল জানতে চোখ রাখুন -
ABP News LIVE
https://www.youtube.com/live/nyd-xznCpJc?feature=share
ABP Ganga LIVE
https://www.youtube.com/live/zUlYQa2v6-k?feature=share