নয়াদিল্লি : পনেরো ঊর্ধ্বদের ভ্যাকসিনেশনের (Vaccination) দেশের মধ্যে কি লাস্ট বয় বাংলা! সাংবাদিক সম্মেলন করে এমনই দাবি করা হল কেন্দ্রের তরফে। সাংবাদিক বৈঠকে কেন্দ্রের তরফে বলা হয়েছে, ‘‘১৫ থেকে ১৮ বয়সীদের ভ্যাকসিনেশনে পিছনের সারিতে বাংলা (West Bengal)। এখনও পর্যন্ত বাংলায় ১৫ থেকে ১৮ বয়সীদের ৫৩% ভ্যাকসিনেশন (Corona Vaccination of 15 to 18 years old) হয়েছে। দাদরা নগর হাভেলির সঙ্গে দেশের মধ্যে সবচেয়ে পিছনে বাংলা।'  ১৫ থেকে ১৮ বয়সীদের ভ্যাকসিনেশন নিয়ে কেন্দ্রের রিপোর্টে উল্লেখ করা হয়েছে ৯১ শতাংশ ভ্যাকসিনেশন করে দেশের মধ্যে শীর্ষে অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh)। যার পর রয়েছে হিমাচল প্রদেশ (৮৩ শতাংশ) (Himachal Pradesh), মধ্যপ্রদেশ (৭১ শতাংশ) (Madhya Pradesh), আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ (৭১ শতাংশ) (Andaman Nad Nicovar Islands) ও গুজরাট (৮৬ শতাংশ) (Gujrat)।


পাশাপাশি দেশের মধ্যে অ্যাক্টিভ করোনা রোগীর (Active Covid Cases) সংখ্যা যে রাজ্য-কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সবথেকে বেশি তাদের মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে। স্বাভাবিক ভাবেই কেন্দ্রের এই রিপোর্ট সামনে আসায় অস্বস্তিতে রাজ্য স্বাস্থ্য মহল। এদিকে, কেন্দ্রের তরফে ইঙ্গিত মিলেছে, টিকাকরণের প্রক্রিয়ায় জোর দিতে বিভিন্ন হাসপাতাল-স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে এবার ওষুধের দোকান থেকেও করোনার টিকা দেওয়া হবে। 


এদিকে, এদিনই আঠারোর কমবয়সীদের ওমিক্রন চিকিৎসায় একগুচ্ছ নয়া গাইডলাইন প্রকাশ করা হয়েছে কেন্দ্রের তরফে, বলা হয়েছে অনূর্ধ্ব ১৮ দের দেওয়া যাবে না রেমডেসিভির (Remdesivir), মলনুপিরাভির (Molnupiravir) অ্যান্টিবডি ককটেল (Antibody Cocktail)। ওমিক্রন চিকিৎসায় (Omicron Treatment) নতুন গাইডলাইন প্রকাশ করল কেন্দ্র (Central Government)। রেমডেসিভির (Remdesivir), মলনুপিরাভির, অ্যান্টিবডি ককটেল (Antibody Cocktail) না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই বয়সীদের। পাশাপাশি নির্দেশিকায় বলা হয়েছে, অক্সিজেনের মাত্রা ৯৩ শতাংশের নীচে নামলেই ভর্তি করতে হবে হাসপাতালে। মৃদু উপসর্গ থাকলেও ব্যবহার করা যাবে না স্টেরয়েড।


আরও পড়ুন- দেশে দৈনিক সংক্রমণে রেকর্ড, একদিনে আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ১৭ হাজার পার