চন্ডিগড়: পঞ্জাবে শ্যুটিং করতে গিয়ে এবার আন্দোলনরত কৃষকদের রোষের মুখে পড়ত হল অভিনেত্রী জাহ্নবী কপূরকে। কৃষি আইন এবং কৃষক আন্দোলন নিয়ে অভিনেত্রীর মত কী? তা জানার পরেই শ্যুটিং করতে দেওয়া হবে। এমনটাই দাবি কৃষকদের।


আনন্দ এল রাইয়ের গুড লাক জেরি ছবির শ্যুটিংয়ের জন্য পঞ্জাবে গিয়েছেন জাহ্নবী। রাজ্যের ফাতেহগড়ে আছেন তিনি। গত সোমবার সেখানেই জমায়েত করেন আন্দোলনকারী কৃষকদের একাংশ। তাঁদের দাবি, কৃষি আইন এবং বিরোধিতায় সীমান্তে আন্দোলন নিয়ে অভিনেত্রীর অবস্থান জানাতে হবে। তারপরেই তাঁকে শ্যুটিং করতে দেওয়া হবে।

কৃষক আন্দোলনকে সমর্থন করেছেন বলিউডের এক ঝাঁক তারকা। পঞ্জাবের ওই ঘটনার পর কৃষক আন্দোলনকে সমর্থন করেছেন অভিনেত্রী। সমর্থনকারীদের তালিকায় নাম লিখিয়েছেন জাহ্নবীও। এই ঘটনার পরেই ৩ কৃষি আইনের বিরুদ্ধে এবং কৃষক আন্দোলনের সমর্থনে মুখ খোলেন জাহ্নবী। ধড়কের অভিনেত্রী লেখেন, কৃষকদের অবস্থান দেশের হৃদয়ে। দেশের মুখে খাবার তুলে দিচ্ছেন তিনি। তিনি আরও লিখেছেন, আমি আশা করি খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে। কৃষকরা তাতে উপকৃত হবেন বলেই আমার বিশ্বাস।

উল্লেখ্য, গুড লাক জেরি ছবিতে আছেন দীপক ডোব্রিয়াল, মিতা বসিস্ত, নীরজ সুদ, সুশান্ত সিংহ। সম্ভবত, মার্চ মাস পর্যন্ত ছবির শ্যুটিং হবে। এর আগে জাহ্নবীকে দেখা গিয়েছিল গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল ছবিতে। রুহিআফজা, তাকাত, দোস্তানা ২ ছবিতে দেখা যাবে তাঁকে।

উল্লেখ্য, গত বছর ২৬ নভেম্বর থেকে কেন্দ্রের ৩ কৃষি আইন প্রত্যাহারেরে দাবিতে দিল্লি সীমান্তে আন্দোলনে বসেন কৃষকরা। প্রায় দুমাস ধরে রাস্তায় আন্দোলন করছেন তাঁরা। ইতিমধ্যেই দফায় দফায় কেন্দ্রের সঙ্গে বৈঠক হয়েছে কৃষক প্রতিনিধিদের। কিন্তু সমাধান সূত্র এখনও বেরোয়নি। এরই মধ্যে এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন দেশ বিদেশের নেতা মন্ত্রী থেকে অভিনেতা অভিনেত্রীরা। সীমান্তে চলা কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়েছেন সোনু সুদ।