নয়াদিল্লি: 'হোয়াটসঅ্যাপ ইন্ডিয়া হেড'-র (WhatsApp India Head) পদ থেকে ইস্তফা দিলেন অভিজিৎ বোস (Abhijit Bose)। একই সঙ্গে পদত্য়াগ করলেন রাজীব আগরওয়াল (Rajiv Aggarwal)। এতদিন পর্যন্ত 'ডিরেক্টর অফ পাবলিক পলিসি মেটা ইন্ডিয়া'-পদের (Director of Public Policy Meta India) দায়িত্বে ছিলেন রাজীব। মোটের উপর এক দিনে দু-দুটি বড় পদত্যাগের খবর 'মেটা'-য়। আপাতত শিবনাথ ঠাকরালকে 'ডিরেক্টর অফ পাবলিক পলিসি মেটা ইন্ডিয়া'-র জন্য ভাবা হয়েছে। কিন্তু অভিজিৎ বোসের জায়গায় কে আসবেন? স্পষ্ট নয় এখনও। হালেই 'ফেসবুক'-র মূল সংস্থা 'মেটা' ব্যাপক কর্মীছাঁটাই করেছে। তার মধ্যে এই দুই নতুন ঘোষণা। 


যা জানা গেল...
হোয়াটসঅ্য়াপ-প্রধান, উইল কার্টহার্ট বিবৃতি দিয়ে বলেছেন, 'হোয়াটসঅ্যাপ ইন্ডিয়ার প্রথম প্রধান হিসেবে অভিজিৎ বোস যে অপরিসমী অবদান রেখে গিয়েছেন,  সে জন্য অনেক ধন্য়বাদ। ওঁর উদ্যোগেই আমাদের টিম নিত্যনতুন পরিষেবা দিতে সফল যার সুফল পেয়েছেন লক্ষ লক্ষ মানুষ, লাভবান হয়েছে বহু ব্যবসাও।' 'লিঙ্কডইন'-এ অভিজিৎ লিখেছেন, 'একটা ছোট বিরতির পর ফের এই বিনিয়োগের দুনিয়ায় ফিরছি।' তবে একই সঙ্গে জানিয়ে দিতে ভোলেননি, হোয়াটসঅ্যাপ ইন্ডিয়ার প্রধান পদ থেকে ইস্তফার কথা আগেই ভাবা থাকলেও গত সপ্তাহে যা ঘটেছে তা সামলাতে তাঁকে আটকে রাখার চেষ্টা হয়েছিল। অন্য দিকে, মেটা ইন্ডিয়া-র সদ্যপ্রাক্তন 'ডিরেক্টর অফ পাবলিক পলিসি' রাজীব আগরওয়াল অন্য কোনও নতুন দিশার খোঁজে চাকরি ছাড়েন বলে খবর। উল্লেখ্য, সপ্তাহদুয়েক আগেই ইস্তফা দিয়েছিলেন 'মেটা ইন্ডিয়া হেড ' অজিত মোহন। অন্য একটি সংস্থায় যোগ দেওয়ার জন্যই তুমুল জনপ্রিয় এই সোশ্য়াল নেটওয়ার্কিং সংস্থা ছাড়েন তিনি। 

প্রেক্ষাপট...
ফেসবুকের মূল সংস্থা 'মেটা' গত বুধবার একটি ব্লগ পোস্ট করে ব্যাপক কর্মীছাঁটাইয়ের কথা ঘোষণা করে। প্রথম দফাতেই ১১ হাজার কর্মীর চাকরি যায় যা কিনা এই সংস্থার ইতিহাসে বৃহত্তম কর্মীছাঁটাইয়ের ঘটনা। সিইও মার্ক জুকারবার্গ পুরো বিষয়টির জন্য দায়স্বীকার করে ক্ষমা চান। তবে সূত্রের খবর, এখানেই সম্ভবত থামবেন না তিনি। সংস্থার নানা অংশে আরও ব্যাপক ছাঁটাই হবে বলে স্থির করেছেন সিইও। যাঁরা চাকরি হারিয়েছেন, ক্ষতিপূরণ বাবদ তাঁদের চার মাসের বেতন দেওয়া হবে বলেও শোনা যায়। এর ফলে যাঁরা ভিসা নিয়ে সমস্যার পড়বেন তাঁদের দিকে সাহায্যের হাতও বাড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছিলেন জুকারবার্গ। তার মধ্যেই পর পর ইস্তফা। 


 


 


আরও পড়ুন:ডেঙ্গি প্রতিরোধে 'ব্যর্থতার' অভিযোগ, হাওড়া পুরসভা অভিযান বিজেপির