জেনিভা: আগামী সপ্তাহেই বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি পার করবে। এমনই আশঙ্কার কথা শোনালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব তেদরস আধানম ঘেব্রেসাস।
তিনি বলেন, আগামী সপ্তাহের মধ্যেই আমরা ১ কোটি সংখ্যায় পৌঁছে যাব। ভ্যাকসিন ও ওষুধ নিয়ে যাবতীয় গবেষণা ও পরীক্ষা সত্ত্বেও এই সংখ্য়া বেড়েই চলেছে। তিনি মনে করিয়ে দেন, এই মুহূর্তে আমাদের হাতে যা যা হাতিয়ার রয়েছে তা দিয়েই সংক্রমণকে নিয়ন্ত্রণ ও প্রাণ বাঁচাতে আমাদের জরুরি ভিত্তিতে দায়িত্ব তুলে নিতে হবে।
বর্তমানে গোটা বিশ্বে আক্রান্তের সংখ্যা ৯৪ লক্ষ ৫ হাজার ৭১। মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৮২ হাজার ১০৫ জনের। করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৪৭ লক্ষ ২১ হাজার ৫৫৭। গত ২৪-ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩৩ হাজার ৩২৬ জন। একই সময়ে মারা গিয়েছেন ৩,৮৪৭ জন।