নয়াদিল্লি: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (World Health Organisation) নজরে এবার ভারতীয় (India) সংস্থার তৈরি কাশির সিরাপ (Cough Syrup)। সম্প্রতি আফ্রিকার (Africa) গ্যাম্বিয়ায় ৬৬ জন শিশু মারা গিয়েছে। এর পরেই ভারতে তৈরি চারটি কাশির সিরাপ সম্পর্কে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।
কোন কোন কাশির সিরাপে জারি হয়েছে সতর্কতা
- Promethazine Oral Solution
- Kofexmalin Baby Cough Syrup
- Makoff Baby Cough Syrup
- Magrip N Cold Syrup
বিশ্ব স্বাস্থ্য সংস্থার জানিয়েছে এই সিরাপগুলিতে অনেকটা বেশি পরিমাণে ডাইইথিলিন গ্লাইসল (Diethylene Glycol) এবং ইথিলিন গ্লাইসল (Ethylene Glycol) রয়েছে। যা আদতে শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি রাসায়ানিক উপাদান। সতর্কবার্তায় হু জানিয়েছে, "আজ অবধি প্রস্তুতকারক সংস্থা এই উপাদানের সুরক্ষা এবং গুণমানের বিষয়ে WHO-কে কোনও গ্যারান্টি দেয়নি। এই চারটি উপাদান গাম্বিয়াকাণ্ডে পাওয়ায় গিয়েছে।"
ডাইইথিলিন গ্লাইসল কী? কেন এটি বিপজ্জনক?
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে বলা হয়েছে, ডাইইথিলিন গ্লাইসল কিংবা ইথিলিন গ্লাইসল খেলে শরীরে বিষক্রিয়ার মতো কাজ হতে পারে। কিডনি এবং স্নায়ুকোষে ক্ষতি করে এই উপাদানটি। ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশনের ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের একটি গবেষণাপত্র অনুসারে, এই রাসায়ানিক উপাদানটি প্রসাধনে ব্যবহার করা হয়। এটি তাই শরীরে গেলে রেচনতন্ত্রের ওপর গুরুতর প্রভাব ফেলে। প্রভাব পড়ে স্নায়ুকোষ এবং নিউরোট্রান্সমিটারেও। যা পরবর্তীতে কোমা এবং শেষ পর্যন্ত মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে।
এই উপাদান দুটি স্বাদে মিষ্টি এবং জলে অদ্রাব্য। এর বিষক্রিয়ার জেরে পেটের তলদেশে ব্যথা, বমি, ডায়েরিয়া, প্রস্রাবে সমস্যা, মাথাব্যথা এবং কিডনিতেও বড় রকমের ক্ষতও তৈরি হচ্ছে।